শেষ আপডেট: 17th December 2024 13:32
দ্য ওয়াল ব্যুরো : পারথে যখন প্রথম টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া জয়লাভ করেছিল, সেইসময় কেউ হয়ত স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে টিম ইন্ডিয়ার এমনও পরিস্থিতি হতে পারে। গাব্বা বরাবরই অস্ট্রেলিয়ার শক্ত ঘাঁটি। কিন্তু, তা বলে ভারতীয় ক্রিকেট দল এভাবে নতিস্বীকার করবে? যে দলে বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা ঋষভ পন্থের মতো রথী-মহারথীরা খেলেন, সেই দলই শেষপর্যন্ত ব্রিসবেনে লজ্জার ফলো-অনের সাক্ষী হচ্ছিল। শেষবেলায় ঘুরল ম্য়াচের রং। সৌজন্যে জসপ্রীত বুমরাহ এবং আকাশ দীপের মহাকাব্যিক লড়াই। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ৩৩ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে। চতুর্থ দিনের শেষে টিম ইন্ডিয়া ৯ উইকেটে ২৫২ রানে ব্যাট করছে। খারাপ আলোর কারণে কিছুটা আগেই চতুর্থ দিনের খেলা শেষ করা হল।
গাব্বা টেস্টে রোহিত শর্মা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেইসময় অনেকেই আশঙ্কা করেছিলেন যে ভারতীয় ক্রিকেট অধিনায়কের এই সিদ্ধান্ত হয়ত বুমেরাং হয়ে যাবে। আর হলও তাই। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৪৫ রানের বিশাল পাহাড় গড়ে ফেলে। শতরান করেন ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথ। জমকালো হাফসেঞ্চুরি বেরিয়ে আসে অ্যালেক্স ক্যারির ব্যাট থেকেও।
এই পরিস্থিতিতে আশা করা হয়েছিল, ভারতীয় ব্যাটাররাও হয়ত তেমনই পারফরম্যান্স করতে পারবেন। কিন্তু, তা আর হল কই? অজি পেসারদের দাপটে টিম ইন্ডিয়ার টপ অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আরও একবার ব্যাট হাতে ব্যর্থ হলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এটা ভারতীয় ক্রিকেট সমর্থকদের আরও রাগিয়ে দিচ্ছে। টপ অর্ডারে একমাত্র কেএল রাহুল (৮৪) ছাড়া, আর কেউ নজর কাড়তে পারলেন না।
তবে লোয়ার অর্ডারে কিছুটা হলেও লড়াই করার চেষ্টা করেছিলেন রবীন্দ্র জাদেজা (৭৭)। কিন্তু, তাঁর একার পক্ষে তো আর এই রান করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে যদি ভারত কোনওক্রমে এই ফলো-অন বাঁচাতে পারত, তাহলে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসের জন্য ব্যাট করতে নামতেই হত, সেক্ষেত্রে এই ম্যাচ ড্র হওয়ার একটা সামান্যতম সম্ভাবনাও থাকত। অবশেষে সেই অসম্ভবই সম্ভব করল টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে আবারও ব্যাট করতে নামতে হবে। সেক্ষেত্রে ম্য়াচটা যে ড্রয়ের দিকে এগোচ্ছে, তা বলা যেতেই পারে।