শেষ আপডেট: 5th January 2025 06:18
দ্য ওয়াল ব্যুরো : সিডনি টেস্ট ম্যাচও হাতছাড়া হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের? আপাতত সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। রবিবার (৫ ডিসেম্বর) হাতে ৪ উইকেট নিয়ে খেলতে নেমেছিল ভারত। কিন্তু, কেউ সেভাবে প্রতিরোধ গড়তেই পারলেন না। মাত্র ১৫৭ রানে অলআউট হয়ে গেল টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিততে হলে অস্ট্রেলিয়াকে আপাতত ১৬২ রান করতে হবে।
দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া যখন মাঠ ছেড়েছিল, সেইসময় স্কোর ছিল ৬ উইকেটে ১৪১ রান। উইকেটে ছিলেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। আশা ছিল, তৃতীয় দিন অন্তত ভারতের বাকি চারজন ব্যাটার ৫০ থেকে ৭০ রান করতে পারবেন। কিন্তু, মাত্র ১৬ রানের মধ্যেই তাঁরা অলআউট হয়ে যান। সিডনি টেস্টের পর রবীন্দ্র জাদেজার ব্যাটিং পারফরম্য়ান্সও যে আতশ কাচের তলায় আসতে পারে, এমন জল্পনাও উড়িয়ে দেওয়া যায় না।
সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ ছাড়া কোনও ভারতীয় ব্যাটারই লড়াই করতে পারলেন না। টিম ইন্ডিয়ার এই উইকেটকিপার ব্যাটার ৩৩ বলে ৬১ রান করেন। দ্বিতীয় সর্বাধিক রান করেছেন যশস্বী জয়সওয়াল (২২)। বাকিরা কেউ ১৫ রানের চৌকাঠও স্পর্শ করতে পারেননি।
এই ম্য়াচে আরও একবার ব্যাট হাতে হতাশ করলেন বিরাট কোহলি। মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। একই ভুল আওড়ে আউট হওয়ার কারণে ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন। অন্যদিকে, খারাপ ব্যাটিং পারফরম্যান্সের কারণে রোহিত শর্মা এই ম্য়াচে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর বদলে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে এসেছিলেন শুভমান গিল। কিন্তু, শুভমানও সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না। সবমিলিয়ে ভারতের এই ব্যাটিং পারফরম্য়ান্সকে যে একাধিক প্রশ্নের মুখে পড়তে হবে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে আলাদা করে নজর কাড়লেন স্কট বোল্যান্ড। তিনি একাই ৬ উইকেট শিকার করেছেন। বলা ভাল, সিডনি টেস্টে বোল্যান্ড ত্রাসই টিম ইন্ডিয়াকে তছনছ করে দিল। এছাড়া তিনটে উইকেট শিকার করেন প্যাট কামিন্স। একটা উইকেট যোগ হয়েছে বিউ ওয়েবস্টারের নামে। যদিও মিচেল স্টার্ক কোনও উইকেট শিকার করতে পারেননি।