শেষ আপডেট: 22nd October 2024 11:49
দ্য ওয়াল ব্যুরো: এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের মহিলা ক্রিকেট দল একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে টিম ইন্ডিয়ার সামনে সেমিফাইনালের দরজা বন্ধ হয়ে গিয়েছে। তবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর এই টুর্নামেন্ট শেষে একটি অনন্য স্বীকৃতি অর্জন করেছেন। আইসিসি এই টুর্নামেন্টের সেকার ক্রিকেটারদের নিয়ে একটি স্কোয়াড ঘোষণা করেছে। এই স্কোয়াডে একমাত্র ভারতীয় হিসেবে হরমনপ্রীতের নাম রয়েছে।
প্রসঙ্গত, এবারের টি-২০ বিশ্বকাপের ফাইনাল নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আয়োজন করা হয়েছিল। গত ২০ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিউয়িরা ৩২ রানে জয়লাভ করে এবং টুর্নামেন্টের মুকুট তাদের মাথাতেই ওঠে।
এই প্রথমবার নিউজিল্যান্ড টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করল। ইতিপূর্বে ২০০৯ এবং ২০১০ সালে পরপর দু'বার তারা রানার্স আপের খেতাব অর্জন করেছিল। এবারের টুর্নামেন্ট শেষ হতে না হতেই আইসিসি তারকা পারফরমারদের নিয়ে একটি তালিকা প্রকাশ করে।
এই দলে অধিনায়ক হিসেবে নির্বাচিত হন দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন লরা উলভার্ট। এছাড়া দলে রয়েছেন তাঁরই সতীর্থ তাজমিন ব্রিৎজ। এই টুর্নামেন্টে সর্বাধিক রানের তালিকায় শীর্ষ দুই স্থানে রয়েছেন উলভার্ট (২২৩ রান) এবং ব্রিৎজ (১৮৭ রান)। এই দলের মিডল অর্ডারে জায়গা পেয়েছেন ড্যানিয়েল ওয়াট (১৫১ রান) এবং হরমনপ্রীত কাউর (১৫০ রান)।
এই তালিকায় চার নম্বরে রয়েছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট তথা অলরাউন্ডার অ্যামিলিয়া কের। টি-২০ বিশ্বকাপের একক মরশুমে অ্যামিলিয়া সর্বাধিক উইকেট (৬ ইনিংসে ১৬ উইকেট) শিকার করেছেন। পাশাপাশি তিনি মোট ১৩৫ রান করেন। ফাইনাল ম্য়াচে তিনি সর্বাধিক ৩৮ বলে ৪৩ রান করেছেন।
পাশাপাশি ফাইনাল ম্য়াচে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৪ রান দিয়ে তিনটে উইকেট শিকার করেন। এই স্কোয়াডে অপর অলরাউন্ডার হলেন দিন্দ্রা ডটিন। তিনি ১১৫ রান করার পাশাপাশি পাঁচ উইকেটও এই টুর্নামেন্টে শিকার করেছেন। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক এই স্কোয়াডে উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে। ২০২৪ টি-২০ বিশ্বকাপে তিনি মোট সাতটি উইকেট শিকার করেছেন।
এবার বোলিং ডিপার্টমেন্টের কথায় আসা যাক। রোজমেরি মেয়ার (১০ উইকেট) এবং মেগান স্কাট (৮ উইকেট) পেস স্কোয়াড লিড করছেন। দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারের তালিকায় রয়েছেন ননকুলুলেকো মালাবা (১২ উইকেট) এবং অ্যাফি ফ্লেচার (১০ উইকেট)। নিউজিল্যান্ডের স্পিনার ইডেন কারসনও ৬ ম্য়াচে ৯ উইকেট শিকার করেছেন। তাঁকে অবশ্য এই স্কোয়াডে দ্বাদশ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে।
লরা উলভার্ট (অধিনায়ক), তাজিম ব্রিৎজ, ড্যানি ওয়াট-হজ, অ্যামেলিয়া কের, হরমনপ্রীত কাউর, দিন্দ্রা ডটিন, নিগার সুলতানা (উইকেটকিপার), অ্যাফি ফ্লেচার, রোজমেরি মেয়ার, মেগান স্কাট, ননকুলুলেকো মালাবা, ইডেন কারসন (দ্বাদশ ক্রিকেটার)।