শেষ আপডেট: 6th October 2024 19:43
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার জয়ের জন্য তখন বাকি মাত্র ২ রান। বল করছেন নিদা ডার। ১৮.৪ ওভারে ক্রিজ থেকে সামান্য বেরিয়ে এসে ম্যাচটা ফিনিশ করতে চেয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর।
কিন্তু, দুর্ভাগ্যবশত ব্যাটে-বলে সংযোগ করতে পারলেন না তিনি। কোনওক্রমে ক্রিজের মধ্যে পা ঢুকিয়ে উইকেট বাঁচান হরমনপ্রীত। কিন্তু, এ কী! তিনি আর উঠে দাঁড়াতেই পারছেন না। ওদিকে দৌড়ে আসছেন ভারতীয় ক্রিকেট দলের ফিজিও। হরমনপ্রীতকে দেখে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে, কাঁধের কোনও পেশিতে তাঁর টান ধরেছে। আর সেকারণে এতটাই যন্ত্রণা হচ্ছে যে বাকি রানটুকুও করতে পারলেন না তিনি। শেষপর্যন্ত রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন তিনি।
এরপর থেকেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা উসখুস করতে শুরু করেন, কেমন আছেন হরমনপ্রীত? তাঁর চোট কতটাই বা গুরুতর? টিম ইন্ডিয়া পাকিস্তানকে ৬ উইকেটে হারানোর পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা।
Hope Harmanpreet Kaur is okay, Team India needs you #INDvPAK #INDvsPAK #T20WomensWorldCup #INDIAWIN #HarmanpreetKaur pic.twitter.com/RiAODLqo6i
— ANUJ THAKKUR (@anuj2488) October 6, 2024
স্মৃতি আসতেই তাঁকে হরমনপ্রীতের চোটের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। জবাবে তিনি বললেন, 'এখনই কিছু বলা যাচ্ছে না। দলের চিকিৎসকরা গোটা ব্যাপারটি দেখছেন। আমরা যথেষ্ট শৃঙ্খলাপরায়ণ। পরিকল্পনা মেনেই যাবতীয় পারফরম্য়ান্স করেছি।'
আগামী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ৯ অক্টোবর সেই ম্য়াচের আয়োজন করা হবে। ফলে হাতে যে সময় একেবারে নেই, তা বলা যেতেই পারে। এই পরিস্থিতিতে হরমনপ্রীত আগামী ম্যাচে খেলতে নামবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে সংশয় তৈরি হয়েছে। যদিও, এই টুর্নামেন্টে শ্রীলঙ্কা এখনও পর্যন্ত নজর কাড়তে পারেনি। গত ২ ম্যাচের মধ্যে তারা দুটোতেই হেরে গিয়েছে।