শেষ আপডেট: 2nd February 2025 23:10
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শেষ হয়ে গেল। সিরিজের শেষ ম্যাচটা মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে ভারত ১৫০ রানে জয়লাভ করেছে। পাশাপাশি এই সিরিজও টিম ইন্ডিয়া ৪-১ ব্যবধানে নিজেদের পকেটে পুরে ফেলেছে।
এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ২৪৭ রান করেছিল। জবাবে ইংল্যান্ড মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয় মহম্মদ সামি সর্বাধিক তিনটে উইকেট শিকার করেন। এছাড়া অভিষেক শর্মা, শিবম দুবে এবং বরুণ চক্রবর্তী দুটো করে উইকেট তুলে নিয়েছেন।
তবে এই ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করলেন অভিষেক শর্মা। মাত্র ১৭ বলে তিনি ধামাকাদার হাফসেঞ্চুরি করেন। এরপর কার্যত ফিফথ গিয়ারে অভিষেক ব্যাট করতে শুরু করেন। দেখতে দেখতেই শতরান চলে আসে। দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক দ্রুততম শতরান করলেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে অভিষেক শর্মা কার্যত ব্যাটিং তাণ্ডব চালালেন। মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। ৪.২ ওভারে জেমি ওভারটনের বলে তিনি ছক্কা হাঁকান এবং ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-২০ ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ৫০ রান করেন তিনি। এই একই রেকর্ড তাঁর শতরানের ক্ষেত্রেও প্রযোজ্য।
অভিষেকের এই ইনিংসে ১৩ ছক্কা এবং ৭ চার দেখতে পাওয়া গিয়েছে। শেষপর্যন্ত ৫৪ বলে ১৩৫ রান করেন তিনি। সবথেকে বড় কথা, ২৫০ স্ট্রাইক রেটে ব্রিটিশ বোলারদের তিনি কার্যত থেঁতো করে দেন। এর পাশাপাশি পাওয়ার প্লে চলাকালীন ভারতের হয়ে সর্বাধিক ৫৮ রানের রেকর্ডও কায়েম করেছেন তিনি।