শেষ আপডেট: 1st October 2024 10:58
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং বাংলাদেশের মধ্যে আপাতত ২ ম্যাচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচটা কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। চতুর্থ দিন ভারতের বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য এই ম্যাচটা রোমাঞ্চকর পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছিল।
এবার পঞ্চমদিন টিম ইন্ডিয়ার বোলাররা বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব অলআউট করে এই ম্যাচটা নিজেদের পকেটে পুরতে চাইবে। যদি কানপুর টেস্টে ভারতীয় ক্রিকেট দল জয়লাভ করতে পারে, তাহলে তারা টানা ১৮টি টেস্ট সিরিজে নিজেদের কর্তৃত্ব কায়েম করতে পারবে।
প্রসঙ্গত, ঘরের মাঠে সর্বাধিক টেস্ট সিরিজ জয়ের রেকর্ড আপাতত ভারতীয় ক্রিকেট দলের কাছেই রয়েছে। ২০১৩ সাল থেকে এখনও পর্যন্ত তারা ঘরের মাঠে লাগাতার ১৭টি টেস্ট সিরিজ জয় করেছে। ২০১২-১৩ মরশুমে টিম ইন্ডিয়া দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও টেস্ট সিরিজে পরাস্ত হয়েছিল। সেইসময় টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর ভারত ওই সিরিজটা ১-২ ব্যবধানে পরাস্ত হয়েছিল।
২০১৬ সালের অক্টোবর মাস থেকে ২০২০ সাল পর্যন্ত টিম ইন্ডিয়া ক্রিকেট বিশ্বে শীর্ষস্থান দখল করেছিল। টানা ৪২ মাস ভারত নিজেদের কর্তৃত্ব বজায় রাখে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল এক ইনিংস এবং ২৭২ রানে জয়লাভ করেছিল। টিম ইন্ডিয়ার ইতিহাসে এটাই সর্বাধিক ব্যবধানে জয় হিসাবে দাখিল হয়ে রয়েছে। ঘরের মাঠে সর্বাধিক টেস্ট সিরিজ জয়ের পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ১৯৯৪ থেকে ২০০০ সালের মধ্যে তারা টানা ১০ টেস্ট সিরিজে জয়লাভ করেছিল।