শেষ আপডেট: 6th November 2024 13:02
দ্য ওয়াল ব্যুরো: সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল আপাতত দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে। এই সিরিজে টিম ইন্ডিয়াকে চারটে টি-২০ ম্যাচ খেলতে হবে। আগামী ৮ নভেম্বর থেকে এই সিরিজ শুরু হতে চলেছে। ডারবানের কিংসমিড স্টেডিয়ামে প্রথম ম্য়াচের আয়োজন করা হয়েছে।
ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ম্যাচটি ভারতীয় সময় অনুসারে রাত সাড়ে আটটা থেকে শুরু হবে। তবে আধঘণ্টা আগেই টসের আয়োজন করা হবে। এই সিরিজের আগে সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলেছিল। দুটো সিরিজেই টিম ইন্ডিয়া জয়লাভ করেছিল।
একনজরে দুটো দলের হেড টু হেড পরিসংখ্যান দেখে নেওয়া যাক। দুটো দলের মধ্যে ২৭ ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে টিম ইন্ডিয়া ১৫ ম্যাচে জয়লাভ করেছে। আর ১১ বার জয়লাভ করেছে প্রোটিয়া ক্রিকেট দল। বাকি একটি ম্যাচ অমীমাংসিত রয়েছে।
ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই সিরিজ স্পোর্টস ১৮ চ্যানেলে উপভোগ করতে পারবেন। পাশাপাশি জিও সিনেমায় এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে।