শেষ আপডেট: 6th November 2024 13:16
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী শুক্রবার (৮ নভেম্বর) থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হতে চলেছে। এই সিরিজে অংশগ্রহণ করতে টিম ইন্ডিয়া ইতিমধ্যেই রামধনুর দেশে পাড়ি দিয়েছে।
এই সিরিজে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছে। দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচে কেমন হতে পারে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ, আসুন একবার দেখে নেওয়া যাক।
ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, প্রথম ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব দলের ওপেনার হিসেবে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনকে সুযোগ দিতে পারেন। এর পাশাপাশি মিডল অর্ডারে থাকতে পারেন হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং এবং রমনদীপ সিং।
পাশাপাশি দলের বোলিং ডিপার্টমেন্টে দেখা যেতে পারে অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, আভেশ খান এবং যশ দয়ালকে।
একনজরে দুটো দলের হেড টু হেড পরিসংখ্যান দেখে নেওয়া যাক। দুটো দলের মধ্যে ২৭ ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে টিম ইন্ডিয়া ১৫ ম্যাচে জয়লাভ করেছে। আর ১১ বার জয়লাভ করেছে প্রোটিয়া ক্রিকেট দল। বাকি একটি ম্যাচ অমীমাংসিত রয়েছে।
ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই সিরিজ স্পোর্টস ১৮ চ্যানেলে উপভোগ করতে পারবেন। পাশাপাশি জিও সিনেমায় এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে।