শেষ আপডেট: 30th November 2024 13:50
দ্য ওয়াল ব্যুরো: শনিবার (৩০ নভেম্বর) প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার একটি অনুশীলন ম্যাচ আয়োজন করা হয়েছিল। কিন্তু, বৃষ্টির কারণে এই ম্যাচে একটাও বল গড়ায়নি। শেষপর্যন্ত শনিবারের ম্যাচ বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
জানা গিয়েছে, রবিবার অর্থাৎ ১ ডিসেম্বর এই ম্যাচ ফের আয়োজন করা হবে। শুরু হবে স্থানীয় সময় অনুসারে ২টো বেজে ৪০ মিনিটে। ভারতীয় সময় অনুসারে শুরু হবে সকাল ৯টা বেজে ১০ মিনিটে। আর সকাল ৮টা বেজে ৪০ মিনিটে টসের আয়োজন করা হবে। এই অনুশীলন ম্যাচটি টিম ইন্ডিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাটিং এবং বোলিং দুটো ডিপার্টমেন্টেই ভারতীয় ক্রিকেটাররা যাবতীয় ফাঁকফোকর মেরামত করতে চাইবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আপাতত ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। এই সিরিজের প্রথম ম্যাচটা পারথের অপ্টাস স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচে ভারত ২৯৫ রানে জয়লাভ করেছে।
আগামী ৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে। অ্য়াডিলেডে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচটি গোলাপি বলে খেলা হবে। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত চারটে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলেছে। এরমধ্যে তিনটেই তারা নিজেদের পকেটে ভরে নিয়েছে। তবে যে একটা ম্যাচ ভারত হেরেছে, সেটা অস্ট্রেলিয়ারই বিরুদ্ধে। ফলে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে রোহিত শর্মারা অনুশীলনে কোনও খামতি রাখতে চান না।