শেষ আপডেট: 27th September 2024 00:08
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং বাংলাদেশের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচটি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ২৭ সেপ্টেম্বর থেকে খেলা হবে। ২০২১ সালে গ্রিন পার্ক স্টেডিয়ামে শেষ টেস্ট ম্যাচটি ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচটি ড্র হয়। তবে শেষবার টিম ইন্ডিয়া যখন গ্রিন পার্ক স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল, সেইসময় একজন ভারতীয় ক্রিকেট ফ্যান সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিলেন।
ক্যামেরাম্যানের চোখ এমন এক ব্যক্তির উপর পড়েছিল, যিনি স্টেডিয়ামে ম্যাচ দেখতে এসে মোবাইল ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন। সেইসঙ্গে তিনি মুখের মধ্যে কিছু একটা চিবোচ্ছিলেন। তারপর আর কী? ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। নেটিজেনরা তাঁকে 'গুটখা ম্যান' বলে সম্বোধন করতে শুরু করেন। যদিও শোভিত পাণ্ডে নামে ওই ফ্যান দাবি করেছিলেন যে তিনি ম্যাচ দেখার সময় গুটখা চিবোচ্ছিলেন না।
ভারত-নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত কানপুর টেস্ট ম্যাচে ভাইরাল হওয়া শোভিত পরবর্তীকালে সংবাদমাধ্যমকে কার্যত সাফাই দিয়েছিলেন। মিডিয়াকে তিনি বলেন যে তাঁর মুখের মধ্যে মিষ্টি সুপুরি ছিল। স্টেডিয়ামে প্রবেশ করার সময় নিরাপত্তারক্ষীরা তাঁর থেকে গুটখার প্যাকেট কেড়ে নিয়েছিলেন। তিনি বোনের সঙ্গে ওই ম্যাচ দেখতে এসেছিলেন। পাশাপাশি তিনি এও পণ করেন যে আর কখনও পানমশলা খাবেন না তিনি।
প্রসঙ্গত, উত্তর প্রদেশের কানপুর শহর গুটখা শিল্পের জন্যই প্রসিদ্ধ। এই শহরে কোটি কোটি টাকার গুটখা ব্যবসা হয়ে থাকে। প্রখ্যাত পানমশলা প্রস্তুতকারক সংস্থাগুলোও এই শহরে নিজেদের কারখানা গড়ে তুলেছেন। আর একারণেই কানপুরকে গুটখা সিটি বলা হয়ে থাকে। গুটখা ছাড়াও কানপুরে আরও বেশ কয়েকটি ছোট-বড় শিল্প রয়েছে।