শেষ আপডেট: 8th December 2024 09:05
দ্য ওয়াল ব্যুরো : ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ টুর্নামেন্ট গত ২৯ নভেম্বর থেকে শুরু হয়েছিল। রবিবার (৮ ডিসেম্বর) অর্থাৎ আজই ফাইনাল ম্য়াচ খেলা হবে। এই টুর্নামেন্টের ফাইনালে ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হচ্ছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে। দুটো দলই সেমিফাইনাল ম্য়াচে বিধ্বংসী পারফরম্য়ান্স করে এবং ফাইনালের টিকিট কনফার্ম করে।
ভারতীয় ক্রিকেট দল সেমিফাইনাল ম্য়াচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে পরাস্ত করেছিল। ১৩ বছর বয়সি ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। ১৭৪ রানের টার্গেট মাত্র ২১.৪ ওভারেই অর্জন করার ক্ষেত্রে বৈভবের অবদান ছিল অনস্বীকার্য। উল্লেখ্য, এই জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া ৯ বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে জায়গা করে নেয়।
অন্যদিকে, দ্বিতীয় সেমিতে বাংলাদেশ ক্রিকেট দল আবার পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ আজিজুল হাকিম তামিম দুরন্ত একটি ইনিংস উপহার দেন এবং টাইগারদের ফাইনালে নিয়ে যান। এবার বাংলাদেশ ইতিহাস রচনার লক্ষ্যেই মাঠে নামবে।
২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ভারতীয় সময় অনুসারে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই ম্যাচের সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে উপভোগ করতে পারেন। এর পাশাপাশি সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটেও ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে।