শেষ আপডেট: 8th December 2024 09:21
দ্য ওয়াল ব্যুরো: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারত এবং বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এবারের টুর্নামেন্টে দুটো দলই দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। একদিকে টিম ইন্ডিয়া যেখানে সেমিফাইনাল ম্য়াচে শ্রীলঙ্কাকে হারিয়েছে, তেমন বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করেছে।
এই পরিস্থিতিতে ভারত এবং বাংলাদেশের মধ্যে ফাইনাল ম্য়াচের টক্কর দেখতে পাওয়া যাবে। এই দুই দলের মধ্যে আয়োজিত ফাইনাল ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। এবার দেখে নেওয়া যাক, ফাইনাল ম্য়াচে দুই দলের জন্য কেমন উইকেট অপেক্ষা করছে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উইকেট বরাবরই বোলার এবং ব্যাটারদের সমান সাহায্য় করে। নতুন বলে পেসাররা শুরুর দিকে উইকেট শিকার করতেই পারে। তবে বল যত পুরনো হবে, ততই স্পিন বোলাররা সাহায্য পেতে শুরু করবেন। আর সেকারণেই এই উইকেটকে তরবারির সঙ্গে তুলনা করা হয়, যার দু'দিকেই ধার রয়েছে। এই পরিস্থিতিতে যে দল ভাল খেলবে, তারাই খেতাব জয় করতে পারবে।
তবে টস জিতে এই উইকেটে প্রথম বল করার সিদ্ধান্তই বুদ্ধিমানের হবে। কারণ দ্বিতীয় ইনিংসে এই উইকেট ব্যাটারদের অনুকূলে চলে যায়। সেকারণে যে দলই টস জিতুক না কেন, তারা প্রথমে বলই করতে চাইবে।
২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ভারতীয় সময় অনুসারে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই ম্যাচের সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে উপভোগ করতে পারেন। এর পাশাপাশি সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটেও ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে।