শেষ আপডেট: 27th September 2024 10:28
দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কা ছিল আগেই। অবশেষে সেটাই সত্যি হল। কানপুর টেস্ট শুরুর আগেই ঝমঝমিয়ে বৃষ্টিপাত শুরু হয়ে গেল। সেকারণে টস হতে কিছুটা দেরি হচ্ছে।
ইতিমধ্যে অবশ্য বৃষ্টি থেমে গিয়েছে। জানা গিয়েছে ভারতীয় সময় অনুসারে বেলা ১০টায় টস আয়োজন হল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। সকাল সাড়ে ১০টা থেকে ম্যাচ শুরু হবে।
টস জেতার পর রোহিত শর্মা বললেন, 'এই ম্যাচের কন্ডিশন একটা বড় ভূমিকা পালন করবে। উইকেটের উপরের দিকটা খানিকটা নরম রয়েছে। এই কন্ডিশনের ফায়দা তোলার পরামর্শ দেব দলের তিনজন সিমারকে। কীভাবে এই ম্যাচটা জিততে হবে, তা নিয়ে দলের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। ভারতীয় ক্রিকেট দলে কোনও পরিবর্তন হয়নি।'
অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমূল হোসেন শান্ত জানান, টস জিতলে তিনিও প্রথমে ব্যাট করারই সিদ্ধান্ত নিতেন। ফলে দুই অধিনায়কই যে আপাতত খুশি, তা বলা যেতেই পারে। শান্ত বললেন, 'আমি চাই দলের ব্যাটাররা শুরুতেই রানের পাহাড় গড়ে তুলুক। তবে নতুন বলটা একটু দেখেশুনে খেলতে হবে। এই ম্যাচে নাহিদ আর তাসকিন খেলছে না। বদলে খালেদ এবং তাইজুলকে দলে নেওয়া হয়েছে।'