শেষ আপডেট: 9th September 2024 12:33
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। সেকারণে রবিবার রাতেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করেছে।
এই স্কোয়াডে বেশ কয়েকজন ক্রিকেটার দীর্ঘ অপেক্ষার পর টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তন করেছেন। অন্যদিকে, কয়েকজনের সামনে আবার জাতীয় ক্রিকেট দলের কার্যত বন্ধ হয়ে গিয়েছে। আসন্ন এই টেস্ট সিরিজে শ্রেয়স আইয়ার এবং মহম্মদ শামিকে ভারতীয় ক্রিকেট দলে জায়গা দেওয়া হল না।
আপাতত শ্রেয়স আইয়ার দলীপ ট্রফি খেলছেন। পাশাপাশি মহম্মদ শামি চোটের কারণে গত কয়েকমাস ধরেই ভারতীয় ক্রিকেট দলের বাইরে রয়েছেন। এই পরিস্থিতিতে আশা করা হয়েছিল, আসন্ন টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ায় হয়ত মহম্মদ শামিকে ফিরিয়ে আনা হতে পারে। কিন্তু, শেষপর্যন্ত তেমনটা দেখতে পাওয়া গেল না।
শ্রেয়স আইয়ার চলতি বছর শুরুর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। কিন্তু, পিঠে চোট লাগার কারণে তাঁকে ভারতীয় টেস্ট ক্রিকেট দল থেকে ছিটকে যেতে হয়। এরপর রনজি ট্রফিতেও শ্রেয়সকে খেলতে দেখা যায়নি। সেকারণে বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালে শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু, ব্যাট হাতে তিনি একেবারে নজর কাড়তে পারেননি।
এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে আয়োজিত ওয়ানডে সিরিজে শ্রেয়স আইয়ারকে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ দেওয়া হয়। কিন্তু, এই সিরিজেও শ্রেয়সের ব্যাট নীরবই থাকে। অবশেষে দলীপ ট্রফিতে ভাল পারফরম্যান্স করে শ্রেয়সের কাছে টিম ইন্ডিয়ায় কামব্যাক করার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু, এই টুর্নামেন্টেও শ্রেয়স সেভাবে নজর কাড়তে পারেননি। সেকারণেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে সুযোগ দেওয়া হয়নি।
২০২৩ সালে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপে মহম্মদ শামিকে শেষবার টিম ইন্ডিয়ার জার্সিতে দেখতে পাওয়া গিয়েছিল। বিশ্বকাপ চলাকালীনই চোট পেয়েছিলেন তিনি। সেকারণের বিশ্বকাপের পর আর তাঁকে টিম ইন্ডিয়ায় দেখতে পাওয়া যায়নি।
তবে আপাতত শামি একেবারে ফিট। টিম ইন্ডিয়ায় কামব্যাকের চেষ্টা করছেন তিনি। কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছিলেন যে বাংলাদেশের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে মহম্মদ শামিকে ভারতীয় ক্রিকেট দলে দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু, শেষপর্যন্ত শামির ভাগ্যে আর শিকে ছিঁড়ল না। সূত্রের খবর, আসন্ন রনজি মরশুমে মহম্মদ শামিকে বাংলার হয়ে খেলতে দেখা যেতে পারে।