শেষ আপডেট: 27th September 2024 19:35
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। তবে ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বাইরে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল।
প্রসঙ্গত, দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা ব্যাপক ঝামেলা করে। বাংলাদেশে সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। গণ অভ্যুত্থান চলাকালীন হিন্দুদের উপর ব্যাপক অত্যাচারও করা হয়। এই ঘটনার প্রতিবাদে এবার ভারতে হিন্দু পরিষদের সদস্যরা বাংলাদেশি ক্রিকেটারদের বিরুদ্ধে গর্জন করে ওঠে।
সূত্রের খবর, স্টেডিয়ামের বাইরে বেশ কয়েকটি বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি 'জয় শ্রীরাম' স্লোগানও তোলা হয়েছে। করা হয় 'হনুমান চল্লিশা' পাঠও। পরিস্থিতি সামাল দিতে গোটা এলাকায় বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে খুব একটা বড় অশান্তি ছড়ায়নি।
প্রসঙ্গত, কানপুর টেস্টে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথম দিন অবশ্য মাত্র ৩৫ ওভারই খেলা হয়েছে। বৃষ্টি এবং খারাপ আলোর কারণে জলদিই প্রথম দিনের খেলা শেষ করে দিতে হয়। প্রথম দিনের শেষে বাংলাদেশ ক্রিকেট দল তিন উইকেট হারিয়ে ১০৭ রান করেছে।