শেষ আপডেট: 1st October 2024 10:36
দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ আপাতত যথেষ্ট রোমাঞ্চকর পরিস্থিতিতে চলে এসেছে। প্রথম তিন দিন বৃষ্টির কারণে এই টেস্ট ম্যাচে মাত্র ৩৫ ওভারই খেলা সম্ভব হয়েছে। ম্যাচের চতুর্থ দিন সমর্থকরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। আর মঙ্গলবার কানপুর টেস্ট ম্যাচ পঞ্চম তথা অন্তিম দিনে পা রেখেছে।
পঞ্চমদিন ইতিমধ্যেই এই মৃতপ্রায় টেস্ট ম্যাচে প্রাণসঞ্চার হয়েছে। ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ জয়ের গন্ধ পেতেও শুরু করেছেন। এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় ইনিংসে ২২ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ৬৯ রান করতে পেরেছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল যত দ্রুত সম্ভব অলআউট করতে চাইবে। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দল যে কোনও মূল্যে এই টেস্ট ম্যাচটা ড্র করতে চাইবে।
চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা চেন্নাইয়ে আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ২৮০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে। এই পরিস্থিতিতে যদি দ্বিতীয় টেস্ট ম্যাচও টিম ইন্ডিয়া কোনওক্রমে জিততে পারে, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টিম ইন্ডিয়া অনেকটাই সুবিধাজনক পরিস্থিতিতে পৌঁছে যেতে পারবে। তবে ভারতকে যদি জিততেই হয়, তাহলে যত দ্রুত সম্ভব বাংলাদেশের বাকি ৭ উইকেট ভারতীয় বোলারদের তুলে নিতে হবে। এই পরিস্থিতিতে ম্যাচের মোড় কোনদিকে গড়ায়, সেটাই আপাতত দেখার।
তবে কানপুরের টেস্ট পরিসংখ্যান একেবারেই আশাব্যঞ্জক নয়। এখানে অধিকাংশ টেস্ট ম্যাচই ড্র হয়। পরিসংখ্যান বলছে, এই উইকেটে প্রতি দ্বিতীয় টেস্ট ম্য়াচই ড্র হয়ে যায়। এই মাঠে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত ২৩টি ম্যাচ খেলেছে। এরমধ্যে মাত্র সাতটাই ম্যাচ জিততে পেরেছে। তিনটে ম্যাচ হেরেছে এবং বাকি ১৩টা ম্য়াচ ড্র হয়েছে।