শেষ আপডেট: 21st September 2024 18:53
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের প্রথম ম্যাচটি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে খেলা হচ্ছে। একদিকে বাংলাদেশকে এই টেস্ট ম্যাচ জেতার জন্য ৩৫৭ রান করতে হবে। আর ভারতের জয়ের জন্য় দরকার মাত্র ৬ উইকেট। টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ২৮৭ রানে ডিক্লেয়ার করার পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে ৫১৫ রানের লিড নিয়েছিল। এবার চিপক স্টেডিয়ামে জয়-পরাজয়ের পরিসংখ্যান দেখে বাংলাদেশের ক্রিকেটাররা কিছুটা হলেও শঙ্কিত হচ্ছে।
টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ৫১৫ রানের টার্গেট সেট করে। এরপর তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ১৫৮ রানই করতে পেরেছে। চিপক স্টেডিয়ামের পরিসংখ্যানে যদি তাকানো যায়, তাহলে কোনও দলই এখনও পর্যন্ত এত বিশাল রানের টার্গেট তাড়া করে জিততে পারেনি। ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল এই উইকেটেই ৭৫৯ রান করেছিল।
ইতিপূর্বে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৭৭ রান করেন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্রিটিশ ক্রিকেটাররা ২০৭ রানেই অলআউট হয়ে যায়। সেইসঙ্গে টিম ইন্ডিয়া ওই ম্যাচটি নিজেদের পকেটে পুরে নিয়েছিল। তারও আগে ১৯৭৭ সালে ইংল্যান্ড ভারতীয় ক্রিকেট দলের সামনে ২৮৪ রানের টার্গেট রেখেছিল। জবাবে টিম ইন্ডিয়া মাত্র ৮৩ রানে অলআউট হয়ে যায়। এই পরিস্থিতিতে বাংলাদেশের চিন্তার পারদ ক্রমশ উর্ধ্বমুখী হতে শুরু করেছে।
চেন্নাই টেস্টের তৃতীয় দিন ভারতীয় ক্রিকেট দল ২৮৭ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটাররা জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন। প্রথমে ঋষভ পন্থ। তারপর শুভমান গিল। শুভমান ১১৯ রান করেন এবং ঋষভ ১০৯ রান। এছাড়া কেএল রাহুল ২২ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে তৃতীয়দিন ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক তিন উইকেট শিকার করেছেন রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া জসপ্রীত বুমরাহ একটি উইকেট শিকার করেন।