শেষ আপডেট: 26th September 2024 19:37
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং বাংলাদেশের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়া বড় ব্যবধানে জয় অর্জন করে এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। এবার দ্বিতীয় টেস্ট ম্যাচ জয়ের লক্ষ্যে অনুশীলন করছে টিম ইন্ডিয়া। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দল এই ম্যাচে জয়লাভ করে সিরিজে সমতা ফেরাতে চায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করার জন্য টিম ইন্ডিয়াকে এই সিরিজটা জিততে হবে। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, প্রথম ম্যাচে টিম ইন্ডিয়াকে জেতানোর পিছনে জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও দ্বিতীয় টেস্টের প্লেয়িং ইলেভেন থেকে তাঁদের বাদ দেওয়া হতে পারে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, দ্বিতীয় টেস্ট ম্যাচে এই দুই পেসারকে বিশ্রাম দেওয়া হতে পারে। অধিনায়ক রোহিত শর্মা এবং টিম ম্যানেজমেন্ট আপাতত বোলারদের ফিটনেসের উপর সবথেকে বেশি জোর দিচ্ছেন। এই সিরিজের পর টিম ইন্ডিয়াকে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলতে হবে। সেখানে এই দুই পেস বোলার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন। আগামী সিরিজের কথা মাথায় রেখেই এই দুই বোলারকে বিশ্রাম দেওয়া হতে পারে।
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম স্পিনারদের কাছে কার্যত স্বর্গরাজ্য। এই স্টেডিয়ামের উইকেট কালো মাটি দিয়ে তৈরি করা হয়। সেখানে স্পিন বোলাররা দাপট দেখাতে পারেন। আগামী টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া তিনজন স্পিনার এবং দুজন পেস বোলার নিয়ে মাঠে নামতে পারে। পাশাপাশি এই ম্যাচে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়ে যশ দয়ালকে সুযোগ দেওয়া হতে পারে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে যশ দয়ালকে বাজিয়ে দেখে নিতে চায় টিম ম্যানেজমেন্ট। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে যশ ইতিমধ্যেই নিজের প্রতিপত্তি বিস্তার করেছে। তাঁর আগুন গতি এবং সুইং বিপক্ষ ব্যাটারদের চাপে ফেলতে পারে। যদি ঠিকঠাকভাবে ব্যবহার করা যায়, তাহলে যশ অবশ্যই রোহিত শর্মা এবং টিম ম্যানেজমেন্টের ভরসা কুড়োতে পারবেন। অন্যদিকে, সিরাজের বদলে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা হতে পারে কুলদীপ যাদবের।