শেষ আপডেট: 12th September 2024 19:47
দ্য ওয়াল ব্যুরো: প্রায় দেড় মাস পর ফের ২২ গজের লড়াইয়ে ফিরতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। প্রথম টেস্ট ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আয়োজন করা হবে। আর দ্বিতীয় টেস্ট ম্যাচটা কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে।
কিন্তু, ইতিমধ্যে শুনতে পাওয়া যাচ্ছিল যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি কানপুর থেকে সরানো হতে পারে। অবশেষে এই ব্যাপারে মুখ খুলল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হল।
প্রসঙ্গত, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে দ্বিতীয় টেস্ট ম্য়াচ আয়োজন হওয়ার কথা রয়েছে। তবে হিন্দু মহাসভার পক্ষ থেকে ইতিমধ্যে হুমকি দেওয়া হয়েছে, তাঁরা নাকি এই ম্যাচ ভেস্তে দেবেন। তবে বোর্ডের এক আধিকারিক স্পোর্টস তককে দেওয়া ইন্টারভিউয়ে জানিয়েছেন, ম্যাচের আগে গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হবে। দরকারে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হবে। ম্যাচের ভেন্যু কোনও শর্তেই বদল করা হচ্ছে না।
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ এবং যশ দয়াল।
নাজমূল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নঈম হাসান, নাহিদ রানা, হাসান মেহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলি অনীক।