শেষ আপডেট: 7th December 2024 12:59
দ্য ওয়াল ব্যুরো : অ্যাডিলেড টেস্টের দ্বিতীয়দিন ইতিমধ্যে খেলা জমে উঠেছে। যে ব্রেক থ্রু টিম ইন্ডিয়ার দরকার ছিল, অবশেষে তা এনে দিনের নীতিশ কুমার রেড্ডি। শিকার করলেন মারনাস লাবুশেনের উইকেট। তবে এক্ষেত্রে যশস্বী জয়সওয়ালের চোখ ধাঁধানো ক্যাচের কথা আলাদা করে বলতেই হবে। তবে এই সবকিছুর মধ্যেও অ্যাডিলেড ওভালে প্রচারের যাবতীয় আলো কেড়ে নিলেন বিরাট কোহলি।
অ্যাডিলের উইকেটে টিম ইন্ডিয়ার সামনে ক্রমশ বিপদজনক হয়ে উঠছিলেন লাবুশেন। নীতিশ কুমার রেড্ডি একটি দুর্দান্ত ডেলিভারিতে তাঁকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিলেন। ওয়াইড অফসাইডের বাইরে ডেলিভারি করেছিলেন তিনি। এই বলে কাট শট হাঁকাতে যান লাবুশেন। আর সেখানেই তিনি মস্ত বড় ভুলটা করে ফেললেন। গালি অঞ্চলে দাঁড়িয়ে যশস্বী যে অমন চোখ ধাঁধানো ক্যাচটা তালুবন্দি করে ফেলবেন, সেটা তিনি ভাবতেও পারেননি।
এই উইকেটটা ভারতীয় ক্রিকেট দলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। লাবুশেন এবং ট্রাভিস হেডের মধ্যে ৮৬ বলে ৬৫ রানের যে পার্টনারশিপ গড়ে উঠেছিল, তা অচিরেও টিম ইন্ডিয়ার বিপদ ডেকে আনত। আউট হওয়ার পর স্বাভাবিকভাবে হতাশায় ভেঙে পড়েন লাবুশেন। ১২৬ বলে ৬৪ রান করে তাঁকে ফিরতে হয়। তাঁর এই ইনিংসে ৯ চার রয়েছে।
এই উইকেটটা ভারতের ঝুলিতে আসতেই বিরাট কোহলি 'রোয়াব' দেখাতে শুরু করেন। লাবুশেনকে তিনি 'শাট-আপ কল' দেন এবং ঠোঁটে আঙুল রেখে অস্ট্রেলিয়া সমর্থকদের চুপ করতে বলেন। ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Stunning catch by #YashasviJaiswal! ????
— Star Sports (@StarSportsIndia) December 7, 2024
First with the bat & now with the ball, #NitishReddy paves the way for #TeamIndia ????#AUSvINDOnStar 2nd Test, Day 2 ???? LIVE NOW! #AUSvIND | #ToughestRivalry pic.twitter.com/gKNqO2N9GO
এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দল পাঁচ উইকেট হারিয়ে ২৪৭ রান করেছে। ৯৩ রানে ব্যাট করছেন ট্রাভিস হেড। লাবুশেন ফিরলেও হেড যে ভারতীয় ক্রিকেট দলের মাথাব্যথার কারণ হবে, তা বলা যেতেই পারে। অস্ট্রেলিয়া এখন পর্যন্ত ৭১ রানে এগিয়ে রয়েছে।