শেষ আপডেট: 29th December 2024 04:37
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ দিনের খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তৃতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান করেছে। ভারতের হয়ে লড়াকু ইনিংস খেলেন নীতীশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। একটা সময় ভারতীয় ক্রিকেট দল ২২১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল। অস্ট্রেলিয়ার থেকেও ২৫৩ রানে তারা পিছিয়ে ছিল। ইতিমধ্যে অষ্টম উইকেটে ১২৭ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই জুটির দৌলতেই টিম ইন্ডিয়া ফলো-অনের লজ্জা বাঁচায়। পাশাপাশি এই ম্যাচে ফিরে আসে ভারতীয় ক্রিকেট দল। যদিও তৃতীয় দিন বৃষ্টির কারণে বিঘ্নিত হয় এই ম্যাচ। এই পরিস্থিতিতে চতুর্থ দিন বৃষ্টি নিয়ে একটা বড়সড় আপডেট সামনে এসেছে।
বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা অনেকটাই বিঘ্নিত হয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকরা ভয় পাচ্ছেন, আগামী ২ দিনও না বৃষ্টির জন্য খেলা ভেস্তে যায়। যদিও ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য একটা সুখবর রয়েছে। ম্যাচের চতুর্থ দিন বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। রবিবারের খেলা ভারতীয় সময় অনুসারে ভোর সাড়ে চারটে থেকে শুরু হবে।
খেলা শুরু হওয়ার ঠিক একঘণ্টা পর অর্থাৎ ভোর সাড়ে পাঁচটা নাগাদ ৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ১০ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। এরথেকে বেশি বৃষ্টিপাতের আর কোনও সম্ভাবনাই নেই। এই পরিস্থিতিতে দুই দেশের ক্রিকেট সমর্থকরা মনের আনন্দে এই ম্যাচ উপভোগ করতে পারবেন। আশা করা যায়, দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।
দেশের তরুণ ক্রিকেটার নীতীশ কুমার রেড্ডিকে আরও উৎসাহিত করার জন্য অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিজয়ওয়াড়ার সাংসদ কেসিনেনি শিবনাথ ২৫ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন। বর্ডার-গাভাসকার ট্রফিতে শতরানের জন্য তিনি নীতীশের প্রশংসা করেন এবং বলেন যে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শীঘ্রই এই ভারতীয় ক্রিকেটারের হাতে আর্থিক পুরস্কার তুলে দেবেন।