শেষ আপডেট: 7th December 2024 12:31
দ্য ওয়াল ব্যুরো : অ্যাডিলেডে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলা হচ্ছে। এই ম্য়াচে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ইতিমধ্যে পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছে। যদিও এই ম্য়াচে টিম ইন্ডিয়াও প্রত্যাবর্তনের আপ্রাণ চেষ্টা করছে। তবে টেস্ট ম্য়াচের দ্বিতীয় দিনই আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে।
মারনাস লাবুশেন আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছেন মিচেল মার্শ। ইতিমধ্যে অজি ইনিংসের ৫৮ ওভারে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আসলে, এই ওভারের তৃতীয় বলে অশ্বিন একটি LBW-র আবেদন করেছিলেন। কিন্তু, আম্পায়ার সেই আবেদন নাকচ করে দেন। এরপর তিনি DRS-এর সাহায্যও নেন। রিপ্লে দেখে বোঝা সম্ভব হয়নি, বলটা প্রথমে ব্যাটে লেগেছিল না প্যাডে। এরপর তৃতীয় আম্পায়ার আউট না দেওয়ার সিদ্ধান্তই বহাল রাখতে বলেন।
তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্তের পর টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা যারপরনাই হতাশ হয়ে পড়েন। বিরাট কোহলিও অনফিল্ড আম্পায়ারের সঙ্গে এই ব্যাপারে আলোচনা শুরু করে দেন। ইতিমধ্যে তিনি বলেন যে প্রথমে ব্যাট লেগেছিল।
Bat or pad first? Hard to say - sticking with the umpire's call #AUSvIND pic.twitter.com/UqsoPvEruJ
— cricket.com.au (@cricketcomau) December 7, 2024
অস্ট্রেলিয়া ক্রিকেট দল অ্যাডিলেড টেস্টের প্রথম দিন এক উইকেট হারিয়ে ৮৬ রান করেছিল। কিন্তু, দ্বিতীয় দিন নৈশভোজের বিরতি পর্যন্ত তারা ৪ উইকেট হারিয়ে ১৯১ রান করেছে। মারনাস লাবুশেন ৬৪ রান করে অস্ট্রেলিয়ার ভিত অনেকটাই মজবুত করেছেন। পাশাপাশি হাফসেঞ্চুরি করেছেন ট্রাভিস হেডও। আপাতত তিনি ৫৩ রানে ব্যাট করছেন। দ্বিতীয় দিন জোড়া উইকেট শিকার করেছেন জসপ্রীত বুমরাহ। এই ম্য়াচে তিনি এখনও পর্যন্ত ৩ উইকেট শিকার করেন। এছাড়া নীতিশ রেড্ডি একটি উইকেট নিয়েছেন।