শেষ আপডেট: 6th December 2024 17:14
দ্য ওয়াল ব্যুরো : শেষ হল অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের খেলা। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ৮৬ রান করেছে। ইতিপূর্বে, টিম ইন্ডিয়া ১৮০ রানে অলআউট হয়েছিল। আপাতত ৯৪ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
তবে একথা স্বীকার করতেই হবে যে ব্যাটিং হোক কিংবা বোলিং, প্রথম দিন টিম ইন্ডিয়া একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা (৩) নিজে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে কেএল রাহুলকে (৩৭) ওপেন করতে পাঠিয়েছিলেন। দুজনের কেউই বড় রান করতে পারেননি। ব্যর্থ হলেন বিরাট কোহলিও। তিনি মাত্র ৭ রানে প্যাভিলিয়নে ফিরলেন। শুভমান গিল (৩১) এবং ঋষভ পন্থ (২১) কিছুটা হলেও লড়াই করেন।
তবে ভারতীয় ব্যাটারদের মধ্যে একমাত্র নজর কাড়লেন নীতিশ কুমার রেড্ডি। এবারের অস্ট্রেলিয়া সফরে অন্যতম সেরা অন্বেষণ তিনি। এই ম্যাচে ৫৪ বলে ৪২ রান করলেন। এছাড়া তিনটে করে তিনি চার-ছক্কা হাঁকিয়েছেন।
সত্যি কথা বলতে কী, অ্যাডিলেড টেস্ট ম্যাচের প্রথম দিনটা অজি পেসার মিচেল স্টার্কের ছিল। কেন তাঁকে গোলাপি বলের বাদশা বলা হয়, সেটা তিনি আরও একবারে বুঝিয়ে দিলেন। একটাই শিকার করলেন ৬ উইকেট। তাঁর শিকারের খাতায় নাম রয়েছে যশস্বী জয়সওয়াল (০), কেএল রাহুল (৩৭), বিরাট কোহলি (৭), রবিচন্দ্রন অশ্বিন (২২), হর্ষিত রানা (০) এবং নীতিশ রেড্ডির (৪২)।
এরপর ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু, বল হাতে ভারতীয় পেসাররা একেবারেই নজর কাড়তে পারলেন না। দিনের শেষে অস্ট্রেলিয়ার মাত্র একটাই উইকেট পড়েছে। সেটা উসমান খোওয়াজার। জসপ্রীত বুমরাহের সুইংয়ে পরাস্ত হয়ে তিনি স্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দেন। তিনি ১৩ রানে ফিরলেও অস্ট্রেলিয়ার ইনিংসে কোনও প্রভাব পড়েনি।
দিনের শেষে উইকেটে রয়েছেন নাথান ম্য়াকসুইনি (৩৮) এবং মারনাস লাবুশেন (২০)। এই মুহূর্তে ভারতের কাছে উইকেট শিকার অত্যন্ত প্রয়োজনীয়। দ্বিতীয় দিন টিম ইন্ডিয়া কত তাড়াতাড়ি উইকেট শিকার করতে পারেন, সেটা দেখতে হবে। তবে অস্ট্রেলিয়ার উইকেটে দুপুরবেলা এই ম্যাচ শুরু হবে। সেইসময় উইকেটে খুব একটা তারতম্য দেখতে পাওয়া যায় না। এই পরিস্থিতিতে রোহিত শর্মা কী রণনীতি গ্রহণ করেন, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।