শেষ আপডেট: 5th December 2024 16:47
দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচ আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে। এখনও পর্যন্ত এই সিরিজে টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় টেস্ট ম্য়াচও জয়ের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। অন্যদিকে, আয়োজক দেশ অস্ট্রেলিয়া এই সিরিজে সমতা ফেরানোর চেষ্টা করবে। তবে দ্বিতীয় টেস্ট ম্য়াচে কিন্তু বৃষ্টির চোখরাঙানি রয়েছে। আসুন জেনে নেওয়া যাক, কেমন থাকবে অ্যাডিলেডের ওয়েদার।
অ্যাডিলেডে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচ বৃষ্টির কারণে বিঘ্নিত হতে পারে। স্থানীয় আবহাওয়া দফতর থেকে তেমনটাই জানা গিয়েছে। বৃহস্পতিবার অ্যাডিলেডের আকাশে ঘন কালো মেঘ দেখতে পাওয়া যেতে পারে। ওয়েদার রিপোর্ট বলছে, আকাশে ৮৬ শতাংশ মেঘ থাকবে। পাশাপাশি, ঘণ্টায় ২২ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। তবে প্রথমদিন বাদ দিলে, ম্য়াচের বাকি ৪ দিন আকাশ পরিষ্কার থাকবে বলেই আশা করা হচ্ছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দ্বিতীয় টেস্ট ম্য়াচটি গোলাপি বলে খেলা হবে। দিন-রাতের এই টেস্ট ম্যাচ ভারতীয় সময় অনুসারে সকাল সাড়ে ন'টা থেকে শুরু হবে।
অ্যাডিলেডে ভারতীয় ক্রিকেট দলের রেকর্ড একেবারে হতাশাজনক, তা বলা যেতেই পারে। ভারত এখনও পর্যন্ত অ্যাডিলেডে মোট ১২ টেস্ট ম্য়াচ খেলেছে। এরমধ্যে মাত্র দুটো ম্য়াচেই তারা জিততে পেরেছে। আর সাতটা ম্যাচে তাদের হারতে হয়েছে। আর তিনটে ম্য়াচ ড্র হয়েছে।
কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা এবং মহম্মদ সিরাজ।