শেষ আপডেট: 8th November 2024 22:35
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্য়াচে শেষ হল ভারতের ব্যাটিং। এই ম্য়াচে একের পর এক নাটক দেখতে পাওয়া গেল। এই ম্য়াচে একদিকে যখন সঞ্জু স্যামসনের ব্যাট থেকে ধামাকাদার একটা শতরান দেখতে পাওয়া গেল, সেখানেই দলের লোয়ার মিডল অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শেষ ৩৫ রানে টিম ইন্ডিয়া হারিয়েছে ৬ উইকেট। নির্ধারিত ২০ ওভারে টিম ইন্ডিয়া ৮ উইকেট হারিয়ে ২০২ রান করেছে।
প্রসঙ্গত, টি-২০ ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দল এই নিয়ে ৩৮ বার ২০০ রানের চৌকাঠ স্পর্শ করল। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু, প্রশ্নটা হল এই রান হাতে নিয়ে কিংসমিডের উইকেটে কি আদৌ নিশ্চিন্ত হতে পারবে সূর্যকুমার যাদবের দল। সেদিকেই আপাতত সকলে তাকিয়ে রয়েছে।
এই ম্য়াচে টস জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। শুরুটা ভারত বেশ ভালই করেছিল। কিন্তু, শেষেরদিকে তারা কার্যত নাকানিচোবানি খেয়ে যায়। এই ইনিংসে প্রচারের যাবতীয় আলো কাড়লেন টিম ইন্ডিয়ার ওপেনার সঞ্জু স্যামসন। ৫০ বলে ১০৭ রানের একটা ধামাকাদার ইনিংস তিনি উপহার দেন।
একটা সময় তো তাঁর ব্যাটে বল লাগলেই সেটা বাউন্ডারির বাইরে চলে যাচ্ছিল। এই নিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি দ্বিতীয় শতরান করলেন। আগেরটা বাংলাদেশের বিরুদ্ধে হায়দরাবাদে করেছিলেন তিনি। পাশাপাশি পুরুষদের টি-২০ ক্রিকেটে চতুর্থ ব্যাটার হিসেবে তিনি ব্যাক টু ব্যাক শতরানের নজির কায়েম করলেন।
সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা ইনিংস সংক্ষিপ্ত হলেও, মিডল ওভারে তাঁরা কাজের কাজটা করে দিয়ে যান। নাহলে, শেষ পাঁচ ওভারে ভারত মাত্র ৩৫ রান করতে পেরেছে।
অন্যদিকে, শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার বোলাররা অনেকটাই বেশি রান দিয়ে ফেলেছিলেন। কিন্তু, স্যামসন প্যাভিলিয়নে ফিরতেই, রানের সেই খরস্রোতা নদীতে বাঁধ দেওয়া হয়। শেষওভারে দুর্দান্ত মার্কো জেনসেন। একটা উইকেট শিকারের পাশাপশি তিনি মাত্র ৪ রান দিলেন। তিনটে উইকেট নিয়ে নজর কাড়লেন জেরাল্ড কোয়েৎজি। এছাড়া কেশব মহারাজও খারাপ বল করেননি। এবার প্রোটিয়া ব্যাটাররা ২০৩ রান করতে পারে কি না, সেদিকেই সকলের নজর থাকবে।