শেষ আপডেট: 20th October 2024 14:54
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের প্রথম ম্য়াচটা বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছিল। টিম ইন্ডিয়া এই ম্য়াচে ৮ উইকেটে হেরে গিয়েছে। পঞ্চমদিন নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য় ১০৭ রান দরকার ছিল। কিউয়ি ব্রিগেড ২ উইকেট হারিয়েই তা হাসিল করে নেয়। আর সেইসঙ্গে ভারতের মাটিতে ৩৬ বছর পর কোনও টেস্ট সিরিজে জয়লাভ করল নিউজিল্যান্ড ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার এই পরাজয়ের পিছনে ২ বড় কারণ সামনে উঠে এসেছে।
বেঙ্গালুরু টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়ার হারের সবথেকে বড় কারণ হল টস জেতার পর প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। আসলে বেঙ্গালুরু টেস্ট ম্য়াচ শুরু হওয়ার আগেই ব্যাপক বৃষ্টি পড়ছিল। প্রথম দিন তো খেলা অনেক দুরের কথা, টস পর্যন্ত করা সম্ভব হয়নি। দ্বিতীয় দিন টসের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এরপর টিম ইন্ডিয়া মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যায়। রোহিতের এই সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে। এমনকী, প্রথম ইনিংসের পর রোহিত নিজেও জানিয়ে ছিলেন যে তাঁর এই সিদ্ধান্ত একেবারে ভুল ছিল।
এই ম্যাচের প্রথম ইনিংসে নিউ জিল্যান্ড ৩৫৬ রানের লিড নিয়ে ফেলে। এরপর থেকে টিম ইন্ডিয়ার সমস্যা ক্রমশ বাড়তে শুরু করেছিল। কিন্তু, দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া শুধুমাত্র কামব্যাকই করেনি, দুর্ধর্ষ ব্যাটিংয়ের দৌলতে ১০৬ রানের লিডও নিয়েছিল।
দ্বিতীয় ইনিংসে ভারতীয় ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটাররা জমকালো পারফরম্য়ান্স করলেও লোয়ার অর্ডারের ৬ ব্যাটার দলের জন্য মাত্র ৩৮ রান করতে পারে। সেকারণে টিম ইন্ডিয়া খুব একটা বেশি রানের লিড নিতে পারেনি। যদি ভারত ২০০ রানের কাছাকাছি লিড নিতে পারত, তাহলে এই ম্য়াচের ফলাফল আলাদা হতেও পারত।