শেষ আপডেট: 8th December 2024 17:34
দ্য ওয়াল ব্যুরো : একইদিনে তিনটে ভিন্ন ম্যাচে হারল ভারতীয় ক্রিকেট দল। প্রথমে দ্বিতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যান রোহিত শর্মারা। এরপর দ্বিতীয় একদিনের ম্যাচে সেই অস্ট্রেলিয়া জুজুই কাটাতে পারল না হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি। অবশেষে বাংলাদেশের বিরুদ্ধেও লজ্জার হার টিম ইন্ডিয়ার। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল।
এই ম্যাচে ভারতের সামনে টার্গেট অবশ্য খুব একটা বড় ছিল না। মাত্র ১৯৮ রানেই অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। অর্থাৎ ওভার প্রতি ৪ রান করে করতে পারলেই ম্যাচটা জিততে পারত টিম ইন্ডিয়া। কিন্তু, ব্যাটিং ব্যর্থতার কারণে এই সুযোগ তারা হাতছাড়া করল।
এই ম্যাচে ভারতের ওপেনিং জুটি চূড়ান্ত ব্যর্থ হয়। আয়ুশ মাহত্রে ১ রান এবং বৈভব সূর্যবংশী ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ১৩ বছর বয়সি বৈভবকে রাজস্থান রয়্যালস ১.১ কোটি টাকা দিয়ে দলে নিলেও, তাঁর ব্যাটিংয়ে ধারাবাহিকতার যথেষ্ট অভাব দেখতে পাওয়া গিয়েছে। মিডল অর্ডারে কিছুটা হলেও ঠেকনা দিয়েছিলেন সি আন্দ্রে সিদ্ধার্থ (২০) এবং কেপি কার্তিকেয় (২১)। তবে দলের লোয়ার মিডল অর্ডার একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। একা অধিনায়ক মহম্মদ আমন (২৬) লড়াই করলেও, শেষপর্যন্ত দলকে জেতাতে পারেননি। শেষপর্যন্ত ১৩৯ রানে অলআউট হয়ে গেল টিম ইন্ডিয়া।
একদিকে টিম ইন্ডিয়ার এমন ব্য়াটিং পারফরম্য়ান্স নিয়ে যখন সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে, ঠিক তখনই প্রশংসার বন্যায় ভেসে যাচ্ছেন বাংলাদেশের বোলাররা। এই ম্যাচে তিনটে করে উইকেট শিকার করলেন ইকবাল হোসেন ইমন আজিজুল হাকিম। জোড়া উইকেট তুলে নিলেন আল ফাহাদ। এছাড়া একটি করে উইকেট নেন মারিফ মৃধা এবং রিজান হোসেন।