শেষ আপডেট: 9th October 2024 22:30
দ্য ওয়াল ব্যুরো : আশা ছিল, টেস্ট ক্রিকেটে হোয়াইটওয়াশ হওয়ার পর তিন ম্য়াচের টি-২০ সিরিজে বাংলাদেশ ক্রিকেট দল কিছুটা হয়ত ঘুরে দাঁড়াতে পারবেন। কিন্তু, তেমনটা আর হল কই! ২০ ওভারের ক্রিকেটেও টিম ইন্ডিয়ার সামনে কার্যত নাকানি-চোবানি খেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় টি-২০ ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ৮৬ রানে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে তিন ম্য়াচের সিরিজে ভারত ২-০ ব্যবধানেও এগিয়ে গেল।
বুধবার (৯ অক্টোবর) ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর যুক্তি ছিল যে রাত যত বাড়বে, এই উইকেটে তত বেশি শিশির পড়বে। সেইসময় বল গ্রিপ করতেও অসুবিধে হবে। পাওয়ার প্লে চলাকালীন বাংলাদেশ তিন উইকেটও শিকার করে ফেলেছিল। কিন্তু, তারপর নীতিশ রেড্ডি এবং রিঙ্কু সিং যে ব্যাটিং করলেন, তাতে শান্তর যাবতীয় পরিকল্পনা ভেস্তে যায়। এই দুই ব্যাটারই চোখ ধাঁধানো হাফসেঞ্চুরি করলেন। নির্ধারিত ২০ ওভারে টিম ইন্ডিয়া ৯ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে।
এরপর আসে বাংলাদেশের ব্যাটিংয়ের পালা। অরুণ জেটলি স্টেডিয়ামের উইকেট বরাবরই যথেষ্ট পাটা। ফলে এখানে যে চার-ছক্কার ফুলঝুরি দেখতে পাওয়া যাবে সেটাই স্বাভাবিক। কিন্তু, সেই অ্যাডভান্টেজও নিতে পারল না বাংলাদেশ ক্রিকেট দল। শুরু থেকেই তারা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে। শেষপর্যন্ত ৯ উইকেট হারিয়ে তারা ১৩৫ রানে থামে।
এই ম্য়াচে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব বাংলাদেশের ব্যাটারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন। দলের ১১ জন ক্রিকেটারের মধ্যে সাতজনকেই বল করার জন্য পাঠিয়ে দিলেন তিনি। এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি কার্যত ভারতীয় বোলারদের দক্ষতা পরীক্ষা করছিলেন। ভারতীয় বোলারদের মধ্যে জোড়া উইকেট শিকার করলেন কলকাতা নাইট রাইডার্স দলের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী এবং তারকা 'ব্যাটার' নীতিশ রেড্ডি। এছাড়া একটি করে উইকেট নেন আর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা, মায়াঙ্ক যাদব, রিয়ান পরাগ। অবশেষে টি-২০ ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে সবথেকে বড় ব্যবধানে জয়লাভ করল টিম ইন্ডিয়া।