শেষ আপডেট: 30th December 2024 07:23
দ্য ওয়াল ব্যুরো : চলতি বর্ডার-গাভাসকার ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচটা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হচ্ছে। সোমবার (৩০ ডিসেম্বর) এই টেস্ট ম্যাচ পঞ্চম তথা অন্তিম দিনে পা রেখেছে। লাঞ্চ ব্রেক পর্যন্ত ভারত মাত্র ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে ভারতের সামনে জয়ের রাস্তাটা যে বেশ কঠিন হয়ে গিয়েছে, তা বলা যেতেই পারে।
এমন একটি প্রতিকূল পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, মেলবোর্ন টেস্ট ম্যাচ হেরে গেলেও ভারতীয় ক্রিকেট দলের সামনে কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার দরজা খোলা থাকবে? সেক্ষেত্রে বলা যেতে পারে যে রাস্তা হয়ত অনেকটাই কঠিন হয়ে যাবে। কিন্তু, দরজা একেবারে বন্ধ হবে না।
মেলবোর্ন টেস্টে ভারত যদি হেরে যায়, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে তারা তিন নম্বরেই থাকবে। কিন্তু, টিম ইন্ডিয়ার PCT ৫৫.৮৮ থেকে কমে ৫২.৭৮ হয়ে যাবে। যদিও এই পরিস্থিতিতেও ভারতীয় ক্রিকেট দল দৌড় থেকে ছিটকে যাবে না। সেক্ষেত্রে টিম ইন্ডিয়াকে শ্রীলঙ্কার উপর নির্ভর করতে হবে। যদি শ্রীলঙ্কা ২ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তাহলে ভারতের সামনে একটা সুযোগ খোলা থাকবে।
দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং বেশ ভালই শুরু হয়েছিল। ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। শুরু থেকে দুজনেই বেশ দেখেশুনে খেলছিলেন। কিন্তু, ১৭ ওভারে প্যাট কামিন্স বল করতে এসে যাবতীয় হিসেব গোলমাল করে দেন। একই ওভারে তিনি রোহিত শর্মা (৯) এবং কেএল রাহুলকে (০) প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে টিম ইন্ডিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন।
তবে সবথেকে বড় ধাক্কাটা দিলেন মিচেল স্টার্ক। তিনি কিং কোহলির (৫) উইকেট শিকার করেন। বিরাট আরও একবার সেই অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে আউট হলেন। একই ভুলের পুনরাবৃত্তির জন্য ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠছে। অনেকে তো আবার টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের দাবি তুলছেন। সবমিলিয়ে পরিস্থিতি যে বেশ জটিল হয়ে উঠেছে, তা বলা যেতেই পারে।