শেষ আপডেট: 12th October 2024 23:00
দ্য ওয়াল ব্যুরো: টেস্ট সিরিজের পর এবার টি-২০ সিরিজেও হোয়াইটওয়াশ হল বাংলাদেশ ক্রিকেট দল। হায়দরাবাদে সিরিজের তৃতীয় তথা অন্তিম টি-২০ ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। প্রথম ম্য়াচে তারা ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্য়াচে ৮৬ রানে তারা পরাস্ত হয়।
তৃতীয় ম্য়াচে বাংলাদেশের সামনে জয়ের জন্য় ২৯৮ রান দরকার ছিল। এই পাহাড়প্রমাণ টার্গেট যে তারা অর্জন করতে পারবে না, সেটা আগে থেকেই জানা ছিল। এই ব্যর্থতার অন্যতম বড় কারণ টাইগার ব্রিগেডে একজন ঠিকঠাক পাওয়ার হিটারের অভাব। যাইহোক, শেষপর্যন্ত একা লড়াই করে গেলেন তৌহিদ হৃদয়। ৪২ বলে তাঁর ৬৩ রানের ইনিংস বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের হৃদয় অবশ্যই জয় করবে।
এবারের ভারত সফর থেকে বাংলাদেশকে একেবারে খালি হাতে ফিরতে হচ্ছে। তবে এই ক্ষত যে অনেকদিন দগদগে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। রবিবারই অতিথি ক্রিকেটাররা বাংলাদেশে পাড়ি দেবেন। কয়েকদিন পর আবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে। সাকিব আল হাসান জানিয়েছেন এটাই তাঁর কেরিয়ার শেষ টেস্ট সিরিজ হতে চলেছে। এই পরিস্থিতিতে শান্ত-লিটনরা দেশের মাটিতে সম্মান পুনরুদ্ধারের অবশ্যই চেষ্টা করবেন।
অন্যজিকে, ভারতের মাটিতে আবার টেস্ট সিরিজ খেলতে আসছে নিউজিল্য়ান্ড। আগামী ১৬ অক্টোবর থেকে প্রথম টেস্ট ম্য়াচ শুরু হবে। টিম ইন্ডিয়ার এই জয় রোহিত শর্মাদের যে বাড়তি অক্সিজেন জোগাবে, তা আশা করা যেতেই পারে।
সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ২৮০ রানে জয়লাভ করার পর, কানপুর টেস্টে টিম ইন্ডিয়া ৭ উইকেটে জয়লাভ করে। সবমিলিয়ে যে মধুরেন সমাপয়েত হল, তা নিঃসন্দেহে বলা যায়।