শেষ আপডেট: 4th October 2024 11:20
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ মহিলা টি-২০ বিশ্বকাপে শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার যাত্রা। ভারত যে এই টুর্নামেন্টে ট্রফি জয়ের অন্য়তম দাবিদার, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। ফলে প্রথম ম্যচটা যে কোনও মূল্যে ভারতীয় ক্রিকেট দল জিততে চাইবে।
নিউজিল্যান্ডকে যদি টিম ইন্ডিয়া প্রথম ম্যাচেই হারাতে পারে, তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলতে নামার আগে তাদের আত্মবিশ্বাস অনেকটাই উপরের দিকে থাকবে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা আপাতত টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কাউরের দিকে তাকিয়ে রয়েছে। তবে চোখ থাকবে ওপেনার স্মৃতি মান্ধানা, জেমিমা রডরিগস, শেফালি বর্মা এবং দীপ্তি শর্মার উপরেও।
প্রসঙ্গত, ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচটি শুক্রবার (৪ অক্টোবর) আয়োজন করা হবে। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে এই ম্যাচ। আর সাতটার সময় টসের আয়োজন করা হবে। এই টুর্নামেন্টের প্রতিটা ম্য়াচের সরাসরি সম্প্রচার আপনি স্টার স্পোর্টসে দেখতে পাবেন। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম হটস্টারে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং করা হবে।
টিম ইন্ডিয়া সম্প্রতি যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছে। শেফালি এবং স্মৃতি দুর্দান্ত ফর্মে রয়েছেন। শেষ পাঁচটা আন্তর্জাতিক টি-২০ ইনিংসের মধ্যে স্মৃতি তিনটে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। স্পটলাইট থাকবে ভারতীয় ক্রিকেট দলের তিন পেসারের উপরেও। তাঁরা হলেন রেনুকা সিং, পূজা বস্ত্রকার এবং অরুন্ধতী রেড্ডি। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের দুই স্পিনার দীপ্তি এবং শ্রেয়াঙ্কা পাটিলের উপরও নজর থাকবে।