শেষ আপডেট: 4th October 2024 22:34
দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর কিউয়ি ব্যাটার অ্যামেলিয়া কের'কে রান আউট করেন।
কিন্তু, আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ফের মাঠে ফিরে আসেন অ্যামেলিয়া। এই ঘটনার পরই টিম ইন্ডিয়ার অধিনায়ক এবং কোচ রাগে ফেটে পড়েন। সেকারণে এই ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধও রাখতে হয়।
১৪ ওভারের শেষ বলে এই ঘটনার সাক্ষী থাকে গোটা ক্রিকেট বিশ্ব। দীপ্তি শর্মা একটি লেংথ ডেলিভারি সোজা লং-অফের দিকে পাঠান অ্য়ামেলিয়া। হরমনপ্রীত প্রথমে বলটা সংগ্রহ করেন। ইতিমধ্যে কিউয়ি ব্যাটাররা আচমকাই সিদ্ধান্ত নেন যে তাঁরা দ্বিতীয় রান সংগ্রহ করবেন। ব্যাপারটা হরমনপ্রীত বুঝতে পেরেই বলটা সোজা টিম ইন্ডিয়ার উইকেটকিপার রিচা ঘোষের দিকে থ্রো করেন। রিচা শেষপর্যন্ত ডাইভ দিয়ে অ্যামেলিয়াকে রান আউট করে দেন।
এরপর ভারতীয় ক্রিকেট দল উচ্ছ্বাসে ফেটে পড়ে। অ্যামেলিয়া প্যাভিলিয়নের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এমন সময় তৃতীয় আম্পায়ার তাঁকে দাঁড়াতে বলেন। এমন সিদ্ধান্তের পর হরমনপ্রীত প্রথমে অবাক হয়ে যান। তারপর রাগে ফেটে পড়েন। সটান তিনি ফিল্ড আম্পায়ারের কাছে যান এবং এমন সিদ্ধান্তের কারণ জানতে চান। জবাবে ফিল্ড আম্পায়ার বলেন যে বলটা নাকি ডেড হয়ে গিয়েছিল।
আম্পায়ারের এই সিদ্ধান্ত মানতে চায়নি টিম ইন্ডিয়া। ম্যাচ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা কাটাকাটি হয় হরমনপ্রীতের। ভারতীয় ক্রিকেট দলের কোচ অমল মজুমদার কার্যত হতচকিত হয়ে যান। এরপর তৃতীয় আম্পায়ারের সঙ্গেও এই ব্যাপারে কথা হয়। সেখানেও নিজের বক্তব্য রাখেন হরমনপ্রীত এবং টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা। শেষপর্যন্ত আম্পায়াররা নিজেদের সিদ্ধান্তে অবিচল থাকেন। ক্রিকেটাররা ফের মাঠে ফিরে আসেন এবং শুরু হয় খেলা।
এই ঘটনার পর অ্যামেলিয়া অবশ্য খুব বেশিক্ষণ আর ক্রিজে থাকতে পারেননি। ২২ বলে ১৩ রান করে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান করেছে।