শেষ আপডেট: 8th December 2024 13:34
দ্য ওয়াল ব্যুরো : সকালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্ট ম্যাচে ১০ উইকেটে হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। আর বেলা গড়াতে না গড়াতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ১২২ রানের বিশাল ব্যবধানে হেরে গেল ভারতের মহিলা ক্রিকেট দল। এই জোড়া ধাক্কার পর টিম ইন্ডিয়ার সমর্থকরা রবিবাসরীয় সকালে কার্যত মুষড়ে পড়েছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে নেমেছিল হরমনপ্রীত কৌররা। কিন্তু, এই সিরিজে তারা ইতিমধ্যে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে। আর সেইসঙ্গে এক ম্য়াচ বাকি থাকতে অস্ট্রেলিয়াও এই সিরিজ নিজেদের পকেটে পুরে ফেলেছে।
টস জিতে অস্ট্রেলিয়া এই ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ব্যাট হাতে কীভাবে তাণ্ডবলীলা চালানো যায়, সেটা তাঁরা দেখিয়ে দিলেন। জর্জিয়া ভল (১০১) এবং এলিস পেরির (১০৫) ব্যাট থেকে ঝকঝকে শতরান বেরিয়ে আসে। পাশাপাশি হাফসেঞ্চুরি করলেন লিচফিল্ড এবং বেথ মুনিও। ভারতীয় বোলারদের মধ্যে সাইমা ঠাকোর তিনটে উইকেট শিকার করেন। জোড়া উইকেট নেন মিন্নু মানি। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন রেনুকা সিং, দীপ্তি শর্মা এবং প্রিয়া মিশ্রা।
জবাবে ভারতীয় ব্যাটারদের যে আগুন পারফরম্য়ান্সের দরকার ছিল, সেই গতিটাই তাঁরা পেলেন না। রিচা ঘোষ (৫৪) ছাড়া আর কেউ হাফসেঞ্চুরি করতে পারেননি। শেষবেলায় মিন্নু মানি ৪৬ রানে অপরাজিত থাকেন। অজি বোলারদের মধ্যে ৪ উইকেট শিকার করলেন অ্যানাবেল সাদারল্যান্ড। এছাড়া একটি করে উইকেট নেন মেগান স্কাট, কিম গার্থ, অ্যাশলে গার্ডনার, সোফি মলিনাক্স, অ্যালানা কিং।