শেষ আপডেট: 5th December 2024 18:09
দ্য ওয়াল ব্যুরো : ২০১৭ সালের মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল। মাত্র ৩৮ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়েছিল টিম ইন্ডিয়া। বিশ্বকাপ খেতাব অল্পের জন্য হাতছাড়া হয়েছিল। ২০২০ টি-২০ বিশ্বকাপ ফাইনালেও মোটামুটি একই ছবি দেখতে পাওয়া গিয়েছিল। তিন বছর পর টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালেও সেই একই গল্পের পুনরাবৃত্তি দেখা গিয়েছে। ২৯ রানে ৬ উইকেট হারিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। হাতছাড়া হয়েছিল ফাইনালের টিকিট। কমনওয়েলথ গেমসে সোনার পদকও এভাবেই অল্পের জন্য হাতছাড়া হয়েছিল। বছরের পর বছর ধরে একই ভুল আওড়ে যাচ্ছেন স্মৃতি-হরমনপ্রীতরা।
বড় ম্যাচে একের পর এক হারের কারণে একাধিক ঐতিহাসিক মুহূর্ত হাতছাড়া হয়েছে। কিন্তু, ভারতের মহিলা ক্রিকেট দল শিক্ষা গ্রহণ করেনি। প্রত্যেকটা বড় ম্যাচেই টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ম্যাচে শুরুরদিকে পরিস্থিতি ভাল থাকলেও, আচমকাই হরমনপ্রীতরা বিপক্ষের সামনে নতি স্বীকার করে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্য়াচে তেমনই দৃশ্য দেখতে পাওয়া গেল। একটা সময় ৮৯ রানে ৪ উইকেট হারিয়ে ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট ঠিকঠাক জায়গায় ছিল। কিন্তু, চোখের পলক ফেলতে না ফেলতেই গোটা দল ১০০ রানের মধ্যে অলআউট হয়ে যায়।
মাত্র ১১ রানের মধ্যে ভারতের ৬ ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান। টিম ইন্ডিয়ার এমন নতিস্বীকার সমর্থকদের কাছে অবশ্য নতুন কোনও বিষয় নয়। এই একই ভুল আর কতবার আওড়াবেন হরমনপ্রীতরা? কেন এই ভুলের কারণে বারংবার মুখ থুবড়ে পড়ছে টিম ইন্ডিয়া? ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে।