শেষ আপডেট: 12th November 2024 16:39
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে চার ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর এই সিরিজের তৃতীয় ম্যাচ আয়োজন করা হবে। প্রথম টি-২০ ম্যাচে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। সিরিজে তারা ১-০ ব্যবধানে এগিয়েও যায়। কিন্তু, দ্বিতীয় ম্যাচে ভারতের ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত মুখ থুবড়ে পড়ে। সেকারণে হারতে হয়েছিল। আপাতত দক্ষিণ আফ্রিকা এই সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে এনেছে। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব তৃতীয় টি-২০ ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে ভারতের ২ তরুণ ক্রিকেটারের ডেবিউ হতে পারে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ২ টি-২০ ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমেছিলেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। প্রথম ম্যাচে সঞ্জু দুর্দান্ত শতরান করেছিলেন। কিন্তু, অভিষেক জোড়া ম্যাচেই বড় রান করতে ব্যর্থ হয়েছেন। তবে আশা করা হচ্ছে, তৃতীয় টি-২০ ম্যাচেও এই জুটিকেই দেখতে পাওয়া যাবে। কারণ ওপেনার হিসেবে টিম ইন্ডিয়ার হাতে তেমন কোনও বিকল্প নেই।
তিন নম্বরে দায়িত্ব সামলাবেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু, চার নম্বরে তিলক বর্মার নাম কাটা পড়তে পারে। তিলককে এখনও পর্যন্ত দুটো ম্যাচে সুযোগ দেওয়া হলেও, তিনি সেইঅর্থে নজর কাড়তে পারেননি। চলতি সিরিজের প্রথম ম্যাচে তিনি ৩৩ এবং দ্বিতীয় ম্যাচে ২০ রান করেন। এর পাশাপাশি গত ৫ ম্যাচেও তাঁর ব্যাট থেকে বড় রান দেখতে পাওয়া যায়নি। এই জায়গায় সূর্য ভারতের তরুণ ক্রিকেটার রমনদীপকে সুযোগ দিতে পারেন। ২০২৪ ইমার্জিং এশিয়া কাপে রমনদীপ দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। রমনদীপ ছাড়া মিডল অর্ডারে রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেলকে দেখা যেতে পারে।
টিম ইন্ডিয়ার পেস বোলিং ডিপার্টমেন্টেও একটি পরিবর্তন দেখা যেতে পারে। বাদের খাতায় নাম উঠতে পারে আভেশ খানের। এখনও পর্যন্ত গত ২ ম্যাচে তিনি সেভাবে পারফরম্যান্স করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে শিকার করতে পারেননি একটাও উইকেট। এই পরিস্থিতিতে সূর্যকুমার কিন্তু বিজয় কুমার বৈশাখকে একটা সুযোগ দিতেই পারেন। তাঁর পাশেই থাকবেন আর্শদীপ সিং। এছাড়া স্পিন বোলিং ডিপার্টমেন্টে থাকবেন অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই এবং বরুণ চক্রবর্তী। গত ম্যাচে বরুণ পাঁচ উইকেট শিকার করেছিলেন।
সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রমনদীপ সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, বিজয় কুমার বৈশাখ, আর্শদীপ সিং।