শেষ আপডেট: 14th November 2024 14:36
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির কারণে কিংবা কোনও ক্রিকেটার চোট পেলে, সাময়িক ম্য়াচ বন্ধ রাখা হয়। এমন ঘটনার সঙ্গে আমরা সকলেই কমবেশি পরিচিত। কিন্তু, মাঠে পোকার উৎপাতের কারণে কোনও ম্য়াচ সাময়িক বন্ধ রাখা হচ্ছে, এমন ঘটনা খুবই বিরল। বুধবার (১৩ নভেম্বর) দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের তৃতীয় টি-২০ ম্য়াচে এমনই দৃশ্যের সাক্ষী রইল গোটা ক্রিকেট বিশ্ব।
সেঞ্চুরিয়নে আয়োজিত দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের তৃতীয় টি-২০ ম্য়াচ পোকার উৎপাতের কারণে প্রায় ৩০ মিনিট বন্ধ রাখা হয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৬ উইকেটে ২১৯ রান তোলে। এরপর প্রোটিয়ারা ব্যাট করতে নামলেই পোকার দল হানা দেয়। কোনওক্রমে প্রথম ওভারটা সম্ভব হলেও, অবস্থা ক্রমশ জটিল হয়। শেষপর্যন্ত আম্পায়াররা ম্য়াচ সাময়িক বন্ধ করার নির্দেশ দেন।
তবে আরও ৫ আজব কারণে ক্রিকেট ম্য়াচ সাময়িক বন্ধ রাখা হয়েছিল। আসুন, সেগুলো একবার দেখে নেওয়া যাক।
২০১৯ সালের ২৩ জানুয়ারি ম্য়াকলারেন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচ খেলতে নামে ভারতীয় ক্রিকেট দল। ম্য়াচ চলাকালীন টিম ইন্ডিয়ার ব্য়াটার শিখর ধাওয়ান অনুরোধ করেন যে তাঁর চোখে প্রচন্ড সূর্যের আলো পড়ছে। ঠিকঠাকভাবে তিনি বল দেখতে পাচ্ছেন। সেকারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখা হয়েছিল। এমন ঘটনা ক্রিকেট ইতিহাসে সত্যিই বিরল।
২০১৭-১৮ শেফিল্ড শিল্ডের ঘটনা। ব্রিসবেনের অ্যালান বর্ডার স্টেডিয়ামে নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডের মধ্যে খেলা চলছিল। আচমকা ড্রেসিংরুমে ফায়ার অ্যালার্মের শব্দ শুনতে পাওয়া যায়। সেকারণে তড়িঘড়ি খেলা বন্ধ করে দেওয়া হয়েছিল। আসলে অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লিয়ন পাঁউরুটি সেঁকতে গিয়েছিলেন। কিন্তু, টোস্টারে পাঁউরুটি জ্বলে যায়। সেই ধোঁয়াতেই বেজে উঠেছিল ফায়ার অ্যালার্ম। সেকারণে ৩০ মিনিট খেলা বন্ধ রাখতে হয়।
চলতি বছরের শুরুর ঘটনা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। ম্য়াচের প্রথম দিন বাংলাদেশি ক্রিকেটারদের হালাল করা খাবার আসতে প্রায় দেড় ঘণ্টা দেরি হয়েছিল। সেকারণে মধ্যাহ্নভোজের সময় ১০ মিনিট বাড়িয়ে দেওয়া হয়।
১৯৮০ সালে মুম্বইয়ে (তখনকার নাম বম্বে) ভারত এবং ইংল্যান্ডের মধ্যে একটি টেস্ট ম্য়াচ আয়োজন করা হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের গোল্ডেন জুবিলি উদযাপন করতেই এই টেস্ট ম্য়াচটি খেলা হয়। যাইহোক, এই টেস্ট ম্য়াচে দ্বিতীয় দিন কোনও খেলা হয়নি। কারণ সূর্য গ্রহণ হয়েছিল। সেই দিনের খেলাটি রিজার্ভ ডে-তে সম্পন্ন হয়। ম্যাচের প্রথম দিন ইয়ান বোথাম ৫৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন। এরপর একদিনের বিশ্রাম নিয়ে তিনি সেঞ্চুরিও করেন। এই ম্য়াচে ইংল্যান্ড ১০ উইকেটে জিতেছিল।
হ্যাঁ, ঠিকই পড়েছেন। একটি ইঁদুরের কারণে বন্ধ হয়ে গিয়েছিল ক্রিকেট ম্য়াচ। সালটা ছিল ১৯৫৭। ক্যান্টারবেরিতে কেন্ট এবং হ্যাম্পশায়ারের ম্য়াচ আয়োজন করা হয়েছিল। কিন্তু, আচমকা মাঠের মধ্যে একটি ইঁদুর ঢুকে পড়ে। পিছন পিছন মাঠে ঢোকেন সেই ইঁদুরের মালিকও! এরপর নিজের টুপিতে ওই ইঁদুরকে পুরে তিনি মাঠের বাইরে চলে যায়। এমন অপ্রত্যাশিত ঘটনার কারণে যা হওয়ার, তাই হয়েছিল।