শেষ আপডেট: 8th November 2024 21:08
দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচের ঢাকে কাঠি পড়ে গেল। এই ম্য়াচে টসে জিতলেন প্রোটিয়া ব্রিগেডের অধিনায়ক এইডেন মারক্রাম। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। সেকারণে কিংসমিডের উইকেটে প্রথমে ব্যাট করতে হবে টিম ইন্ডিয়াকে।
সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই, আভেশ খান, বরুণ চক্রবর্তী।
রায়ান রিকলটন (উইকেটকিপার), এইডেন মারক্রাম (অধিনায়ক), ত্রিস্তান স্টাবস, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, পারট্রিক ক্রুগার, মার্কো জেনসেন, অ্যান্ডিল সিমেলেন, জেরাল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, নাকাবায়োমজি পিটার।
অ্যাকুওয়েদার থেকে পাওয়া তথ্য অনুসারে, ম্যাচ শুরু হওয়ার সময়ই আকাশে কালো মেঘের আনাগোনা থাকবে। কিন্তু, স্থানীয় সময় অনুসারে সন্ধ্যা সাতটা থেকে ৪৭ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি সারাদিনে ৫০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। যদি এই আবহাওয়ার পূর্বাভাস সঠিক হয়, তাহলে ম্যাচ বাতিলও হতে পারে।
ডারবানে আয়োজিত ২২ টি-২০ ম্য়াচের মধ্যে ২ ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। এছাড়া ১১ ম্যাচে যে দল প্রথমে ব্যাট করেছে, তাদের মুখে শেষপর্যন্ত জয়ের হাসি দেখতে পাওয়া গিয়েছে। বাকি ৯ ম্যাচে যারা রান তাড়া করেছে, তারাই জিতেছে। বৃষ্টির কথা মাথায় রেখে এই ম্য়াচেও টসের সিদ্ধান্ত যে গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না।