শেষ আপডেট: 8th November 2024 20:57
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্য়াচ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই ম্যাচে আরও একবার ব্যর্থ হলেন টিম ইন্ডিয়ার ওপেনার অভিষেক শর্মা। মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনি। অভিষেক প্যাভিলিয়নে ফেরার পরই সমালোচনার ঝড় শুরু হয়েছে। ৬ ওভার শেষে ভারত এক উইকেট হারিয়ে ৫৬ রান করেছে।
এই ম্য়াচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ওপেন করতে নামেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। শুরুটা নেহাতই মন্দ করেননি টিম ইন্ডিয়ার এই তরুণ বাঁ-হাতি ব্যাটার। একটা বাউন্ডারিও হাঁকিয়েছিলেন তিনি। কিন্তু, চতুর্থ ওভারে বল করতে আসেন জেরাল্ড কোয়েৎজি। তারপরই ছবিটা একেবারে বদলে যায়।
ওভারের প্রথম বলটা অফসাইডের সামান্য বাইরে পড়েছিল। অভিষেক বলটা ওড়াতে চেয়েছিলেন। কিন্তু, ব্যাটে-বলে টাইমিং একেবারে ভালো হয়নি। বলটা তাঁর ব্যাটের অনেকটাই উপরের দিকে লাগে। মিড অফ থেকে অনেকটা পিছনের দিকে দৌড়ে যান মারক্রাম। অসাধারণ একটি ক্যাচ ধরেন তিনি।
সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই, আভেশ খান, বরুণ চক্রবর্তী।
রায়ান রিকলটন (উইকেটকিপার), এইডেন মারক্রাম (অধিনায়ক), ত্রিস্তান স্টাবস, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, পারট্রিক ক্রুগার, মার্কো জেনসেন, অ্যান্ডিল সিমেলেন, জেরাল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, নাকাবায়োমজি পিটার।