শেষ আপডেট: 8th November 2024 16:35
দ্য ওয়াল ব্যুরো: এবারের দক্ষিণ আফ্রিকা সফরটা স্মরণীয় করে রাখতে চান টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল। কিন্তু, এই ম্য়াচ শুরুর আগে আকাশ যেভাবে মুখ ভার করে রেখেছে, তাতে আদৌ ম্য়াচ আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
স্থানীয় সময় অনুসারে এই ম্য়াচটি বিকেল পাঁচটা থেকে শুরু হবে। কিন্তু, ভারতীয় সময় অনুসারে শুরু হওয়ার কথা রাত সাড়ে আটটা থেকে। ওয়েদার রিপোর্ট বলছে, এই সময় নাকি ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে।
অ্যাকুওয়েদার থেকে পাওয়া তথ্য অনুসারে, ম্যাচ শুরু হওয়ার সময়ই আকাশে কালো মেঘের আনাগোনা থাকবে। কিন্তু, স্থানীয় সময় অনুসারে সন্ধ্যা সাতটা থেকে ৪৭ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি সারাদিনে ৫০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। যদি এই আবহাওয়ার পূর্বাভাস সঠিক হয়, তাহলে ম্যাচ বাতিলও হতে পারে।
বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-২০ ম্য়াচে সঞ্জু স্যামসন দুর্দান্ত শতরান করেছিলেন। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সঞ্জুর কাছে টিম ইন্ডিয়ায় নিজের জায়গা পাকা করার ভরপুর সুযোগ রয়েছে। যদি সঞ্জু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আর একটা সেঞ্চুরি হাঁকাতে পারেন, তাহলেই ভারতীয় টি-২০ স্কোয়াডে তাঁর আসন পাকা হয়ে যাবে।
এর পাশাপাশি এই ম্যাচে ডেবিউ করতে পারেন রমনদীপ সিং। ঘরোয়া ক্রিকেটের লিস্ট এ ম্য়াচে তিনি নজরকাড়া পারফরম্যান্স করেছেন। এই পরিস্থিতিতে তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয় কি না, সেটাই দেখার।