শেষ আপডেট: 25th October 2024 12:09
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর পর এবার পুনে টেস্টেও হারের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল? এই প্রশ্নই আপাতত টিম ইন্ডিয়ার সমর্থকদের মাথায় ঘুরপাক খাচ্ছে।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে কিউয়ি বোলাররা ধামাকাদার পারফরম্য়ান্স করল। প্রথম সেশনেই তারা ভারতের ৬ উইকেট নিজেদের পকেটে পুরে ফেলেছে। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া মোট সাত উইকেট হারিয়ে ১০৭ রান করেছে। নিউজিল্যান্ডের থেকে রোহিত শর্মার দল ১৫২ রানে পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া আদৌ প্রথম ইনিংসে লিড নিতে পারবে কি না, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন।
আশা করা হয়েছিল, পুনে টেস্টের প্রথম দিন সকালবেলা নিউজিল্যান্ড যেভাবে ব্যাট করছিল, ভারতও হয়ত তেমনই পারফরম্য়ান্স করতে পারবে। এমনকী, একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ জানিয়েছিলেন যে দ্বিতীয় দিন মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক হবে এবং টিম ইন্ডিয়া একটা বড় রানের লিড নিতে পারবে।
কিন্তু, সেই ছবিটা আদতে দেখা গেল না। মিচেল স্যান্টনার এবং গ্লেন ফিলিপসের তাণ্ডবে ভারতীয় ব্যাটিং অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। স্যান্টনার তাঁর ফ্লাইটেড ডেলিভারিতে যেভাবে ভারতীয় ব্যাটারদের পরাস্ত করছেন, তা অবশ্যই প্রশংসনীয়। শুভমান এবং যশস্বী যথেষ্ট ভাল ফর্মেই ছিলেন। কিন্তু, স্পিনের ফাঁদে পা দিয়ে তারাও প্যাভিলিয়নে ফিরে গেলেন।
এই সেশনে টিম ইন্ডিয়া ৯১ রানে ৬ উইকেট হারিয়েছে। আপাতত ব্যাট করছেন ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে সাত উইকেট শিকার করার পর, এবার ব্যাট হাতেও ওয়াশিংটনকে একটা 'সুন্দর' ইনিংস খেলতে হবে। সম্প্রতি রনজি ট্রফিতে সুন্দর একটি শতরান করেছিলেন। সেটাই আপাতত অক্সিজেন জোগাচ্ছে টিম ইন্ডিয়াকে। যদি এই জুটি একটা ১০০-র বেশি রানের পার্টনারশিপ গড়তে পারে, তাহলে ভারতীয় ক্রিকেট দলের ডুবন্ত নৌকো সামান্য হলেও ভেসে উঠবে।