শেষ আপডেট: 2nd November 2024 17:16
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্য়াচ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচটা সম্মানরক্ষার হলেও, ভারতীয় ক্রিকেট দলের কাছে এই টেস্টের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে টিম ইন্ডিয়াকে এই ম্যাচটা জিততেই হবে।
দ্বিতীয় দিনের শেষেই জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে টিম ইন্ডিয়া। শনিবারের খেলা শেষ হওয়া পর্যন্ত কিউয়িরা ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করেছে। টিম ইন্ডিয়াকে জিততে হলে ভারতীয় ব্যাটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। মুম্বই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই বড় রান করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে আশা করা যায়, তাঁরা টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন।
এই টেস্ট ম্যাচ শেষ হতে না হতেই বর্ডার-গাভাসকার ট্রফির ডঙ্কা বেজে যাবে। এই সিরিজটা টিম ইন্ডিয়ার জন্য একেবারে সহজ হবে না। দেশের মাটিতেই ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। আর অস্ট্রেলিয়ার উইকেটে তো আগুন গতি দেখতে পাওয়া যাবে। এই অবস্থায় রোহিত এবং বিরাটকে রানে ফিরতেই হবে।
মুম্বই টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ২৩৫ রানে অলআউট হয়ে গিয়েছিল। এরপর টিম ইন্ডিয়া ব্যাট করতে নেমে ২৬৩ রান করে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। টিম ইন্ডিয়ার থেকে তারা ১৪৩ রানে এগিয়ে রয়েছে। যদি রবিবার (ম্যাচের তৃতীয় দিন) ১৫০ রান লিডের মধ্যে নিউজিল্যান্ডকে বেঁধে ফেলতে পারে, তাহলে ভারতীয় ক্রিকেট দল জয়ের একটা আভাস পেতেই পারে।
ওয়াংখেড়ের উইকেটে আরও একবার বল হাতে জ্বলে উঠলেন ভারতীয় স্পিনাররা। রবীন্দ্র জাদেজা চার উইকেট নিয়েছেন। তিনটে উইকেট শিকার করেছেন রবিচন্দ্রন অশ্বিন। একটি করে উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর এবং আকাশ দীপ। ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ আশঙ্কা করছেন, ফের যেন পুনে টেস্টের পুনরাবৃত্তি না হয়। যে স্পিনিং ট্র্যাক একটা সময় টিম ইন্ডিয়ার অস্ত্র ছিল, পুনের উইকেটে সেই স্পিনের ফাঁদে পা দিয়েই ডুবতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ভারতীয় ক্রিকেট দলকে একাই ধ্বংস করে দিয়েছিলেন মিচেল স্যান্টনার। মুম্বইয়ের উইকেটেও তেমন কোনও দৃশ্যের সাক্ষী থাকবে না তো টিম ইন্ডিয়া? রবিবার সকালেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে।