শেষ আপডেট: 16th October 2024 15:23
দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের প্রথম ম্যাচটা বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে খেলা হচ্ছে। কিন্তু, বৃষ্টির কারণে ম্যাচের প্রথম দিন একেবারে ভেস্তে গেল। মাঠে বল গড়ানো তো অনেক দুরের কথা, টস পর্যন্ত করা সম্ভব হল না। এই ম্যাচের টস বৃহস্পতিবার (১৭ অক্টোবর) করা হবে।
সারাদিনই মাঠ প্লাস্টিকের চাদরে ঢেকে রাখতে হয়েছিল। কয়েকবার কানাঘুষো শোনা গিয়েছিল, এই ম্যাচ শুরু হতে পারে। কিন্তু, বেলা আড়াইটে নাগাদ প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সাবা করিম ঘোষণা করেন যে প্রথমদিন আর কোনও খেলা হবে না। দ্বিতীয় দিন অর্থাৎ ১৭ অক্টোবর সকাল ৯টা ১৫ মিনিটে এই ম্যাচ শুরু হবে।
সকালের সেশন = ৯:১৫ - ১১:৩০
দুপুরের সেশন = ১২:১০ - ১৪:২৫
বিকেলের সেশন = ১৪:৪৫ - ১৬:৪৫
ভারতের মাটিতে নিউজিল্যান্ড ক্রিকেট দল এখনও পর্যন্ত একটাও দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ জিততে পারেনি। এই নিয়ে দুই দলের মধ্যে ১৩ নম্বর টেস্ট সিরিজের আয়োজন করা হচ্ছে। ভারতের ক্রিকেট দলের অধিনায়কত্ব রোহিত শর্মার হাতে রয়েছে। অন্যদিকে কিউয়ি দলের দায়িত্ব সামলাচ্ছেন টম লাথাম।