শেষ আপডেট: 25th October 2024 17:08
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া আপাতত ব্যাকফুটে রয়েছে। কিন্তু, এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের আশা এখনও কিছুটা অবশিষ্ট রয়েছে। সৌজন্যে ভারতের তারকা স্পিনার ওয়াশিংটন সুন্দর।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজিত এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে তিনি ৭ উইকেট শিকার করেথিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি আরও চারটে উইকেট শিকার করেছেন। ইতিমধ্যে তিনি এই টেস্ট ম্যাচে ১১ উইকেট শিকার করে ফেলেছেন। এবার তিনি টিম ইন্ডিয়ার সেইসকল ক্রিকেটারদের পাশে গিয়ে বসলেন যাঁরা টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এমন নজির কায়েম করতে পেরেছেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক ১০ উইকেট শিকারের কৃতিত্ব কায়েম করেছেন টিম ইন্ডিয়ার তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এই ম্যাচে তিনি এখনও পর্যন্ত চারটে উইকেট শিকার করেছেন। কিউয়িদের বিরুদ্ধে অশ্বিন মোট তিনবার একক টেস্ট ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন।
এই তালিকায় দ্বিতীয় স্থানে নাম রয়েছে ভারতের কিংবদন্তী লেগস্পিনার অনিল কুম্বলের। তিনি একবারই এই নজির স্থাপন করতে পেরেছিলেন। একবার করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেট শিকার করেছিলেন এরাপল্লি প্রসন্ন এবং এস বেঙ্কটরাঘবন। এবার এই এলিট লিস্টে ওয়াশিংটন সুন্দরের নামও যুক্ত হয়ে গেল। মজার ব্যাপার, সুন্দর ছাড়া কেউই প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকার করতে পারেননি।
উল্লেখ্য, প্রথমে এই সিরিজে ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হয়নি। কিন্তু, বেঙ্গালুরু টেস্টে হারের পর আচমকাই নির্বাচকদের মাথায় সুন্দরের কথা আসে। শুধুমাত্র তাঁকে টিম ইন্ডিয়ার স্কোয়াডেই সামিল করা হয়নি, এমনকী প্লেয়িং ইলেভেনেও তাঁকে রাখা হয়। আর এই সুযোগটা দারুণভাবে ব্যবহার করলেন তিনি। সেইসঙ্গে প্রথম ইনিংসে সাত উইকেট তুলে সবাইকে চমকে দেন। নিউজিল্যান্ডের কোনও ব্যাটারই সুন্দরের সামনে দাঁড়াতে পারেনি।
উল্লেখ্য, ইতিমধ্যে দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ড পাঁচ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে। এখনই তারা ৩০১ রানের লিড নিয়ে ফেলেছে। শেষপর্যন্ত কিউয়িরা কোথায় গিয়ে থামে, সেটাই আপাতত দেখার।