শেষ আপডেট: 26th October 2024 13:55
দ্য ওয়াল ব্যুরো: আশা ছিল, টিম ইন্ডিয়ার কঠিন সময়ে কোহলি হয়ত 'বিরাট' হয়ে উঠতে পারবেন। কিন্তু, সে গুড়ে আপাতত বালি! পুনে টেস্টের দ্বিতীয় ইনিংসেও তিনি মিচেল স্যান্টনারের শিকার হলেন। মাত্র ১৭ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। লাঞ্চ ব্রেকের সময় টিম ইন্ডিয়া জয়ের যে গন্ধটা পেতে শুরু করেছিল, ক্রমশ তা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। ৩০ ওভার শেষে টিম ইন্ডিয়া ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান করেছে।
২৯.৬ ওভারে স্যান্টনারের বলে লেগ বিফোর উইকেট হলেন বিরাট। আবেদনের সঙ্গে সঙ্গেই আম্পায়ার আঙুল তুলে দেন। কিন্তু, আম্পায়ারের সিদ্ধান্তে সন্দেহ ছিল বিরাটের। তিনি রিভিউের সিদ্ধান্ত নেন। বল ট্র্যাকারে দেখা যায়, লেগ স্টাম্পে আঘাত করছে। নিজের চোখে এই আউট দেখে কোহলি হতাশ হন কোহলি। রাগে-দুঃখে তিনি নিজের ব্যাট দিয়েই প্যাডে আঘাত করেন। এরপর ধীরে ধীরে প্যাভিলিয়নের উদ্দেশে রওনা দেন।
অন্যদিকে স্যান্টনার এই ইনিংসে চতুর্থ উইকেট শিকার করলেন। আর এই টেস্টে শিকার করেন ১১ উইকেট। প্রসঙ্গত, পুনে টেস্টে প্রথম ইনিংসেও এই স্যান্টনারের বলেই আউট হয়েছিলেন বিরাট। একটা ফুলটস বলের লাইন মিস করেন তিনি। আর ক্লিন বোল্ড হয়ে যান। বিরাটের এই পারফরম্য়ান্স নিয়ে যথেষ্ট সমালোচনার ঝড় উঠেছিল।
এই পরিস্থিতি থেকে একমাত্র ঈশ্বরই টিম ইন্ডিয়াকে বাঁচাতে পারেন। যদি ভারতীয় ক্রিকেট দল এই টেস্ট ম্যাচে হেরে যায়, তাহলে সিরিজও হাতছাড়া করতে হবে। এমনিতেই নিউজিল্যান্ড ৩৬ বছর পর ভারতের মাটিতে প্রথম টেস্ট ম্য়াচ জয় করেছিল। বেঙ্গালুরুতে কিউয়িরা ৮ উইকেটে জয়লাভ করে। এবার যদি পুনে টেস্ট হেরে টিম ইন্ডিয়াকে সিরিজ হাতছাড়া করতে হয়, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে অনেকটাই প্রভাব পড়বে।