শেষ আপডেট: 23rd October 2024 14:52
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরু টেস্ট ম্যাচ ইতিমধ্যে হাতছাড়া হয়েছে টিম ইন্ডিয়ার। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্য়াচটা পুনেতে আয়োজন করা হচ্ছে। আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বড়সড় পরিবর্তন হতে পারে।
প্রথম ম্যাচের তারকা ক্রিকেটার সরফরাজ খানকে দ্বিতীয় টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশের বাইরে রাখা হতে পারে। তবে এই সিদ্ধান্তের পিছনে একটি বড়সড় কারণ রয়েছে। যদিও বিসিসিআই এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
সম্প্রতি বাবা হয়েছেন সরফরাজ খান। প্রথমবার পিতৃত্বের স্বাদ পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সরফরাজের পরিবার এই কথাটা শেয়ার করেছে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনেকে জল্পনা করছেন, দ্বিতীয় টেস্ট ম্যাচে বিসিসিআই হয়ত তাঁকে বিশ্রাম দিতে পারে। যাতে সরফরাজ তাঁর পরিবারের সঙ্গে এই আনন্দের মুহূর্ত শেয়ার করতে পারেন।
বেঙ্গালুরুতে সরফরাজ তাঁর কেরিয়ারের চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন। এই ম্যাচে তিনি দুর্ধর্ষ ব্যাটিং করেন। ম্যাচের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়ে ফিরে গেলেও, দ্বিতীয় ইনিংসে চোখধাঁধানো সেঞ্চুরি করেন তিনি। সরফরাজের টেস্ট কেরিয়ারে এটাই প্রথম সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে সরফরাজের ১৫০ রান টিম ইন্ডিয়াকে দুর্দান্ত কামব্যাক করিয়েছিল।
যদি সরফরাজ খান দ্বিতীয় টেস্ট ম্য়াচে একান্তই খেলতে না পারেন, তাহলে তাঁর জায়গায় কে আসবেন? সেটাই আপাতত সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় টেস্ট ম্য়াচের আগে শুভমান গিল একেবারে ফিট হয়ে গিয়েছেন। আশা করা হচ্ছে, সরফরাজ খান যদি একান্তই না খেলতে পারেন, তাহলে শুভমান গিলকে প্লেইং ইলেভেনে সুযোগ দেওয়া হতে পারে।