শেষ আপডেট: 21st October 2024 13:46
দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়াকে প্রথম টেস্ট ম্যাচে নিউজিল্যান্ড ৮ উইকেটে হারিয়ে দিয়েছে। ভারতের মাটিতে ৩৬ বছর পর নিউজিল্যান্ড ক্রিকেট দল কোনও টেস্ট ম্যাচে জয়লাভ করল। এই ম্য়াচে কয়েকজন ক্রিকেটার দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। অন্যদিকে, কয়েকজন আবার চূড়ান্ত ফ্লপ হয়েছেন।
এই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটা পুনেতে আয়োজন করা হবে। আশঙ্কা করা হচ্ছে, পুনে টেস্টের দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বড়সড় পরিবর্তন করা হতে পারে। বাদ পড়তে পারেন ৩ ক্রিকেটারও। কারা রয়েছেন সেই তালিকায়, আসুন দেখে নেওয়া যাক।
প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে কেএল রাহুলের থেকে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের যথেষ্ট প্রত্যাশা ছিল। কিন্তু, তিনি মাত্র ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এর পাশাপাশি প্রথম ইনিংসেও তিনি রানের খাতা খুলতে পারেননি। চলতি বছর তিনি মাত্র ৩৩-এর ব্যাটিং গড়ে রান করেছেন। অন্যদিকে, গত তিন বছরে টেস্ট ক্রিকেটে তিনি মাত্র একটাই সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় টেস্টে তাঁর জায়গায় শুভমান গিল কামব্যাক করতে পারেন।
গত কয়েকটি টেস্ট সিরিজেই মহম্মদ সিরাজকে নিজের চেনা ছন্দে দেখতে পাওয়া যায়নি। বাংলাদেশের বিরুদ্ধে তিনি খুব বেশি সাফল্য অর্জন করতে পারেননি। পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তাঁর বোলিংয়ে সেই জ্বালাময়ী পারফরম্যান্স দেখতে পাওয়া যায়নি। প্রথম টেস্ট ম্যাচে তিনি মাত্র ২ উইকেটই শিকার করেছিলেন। তাঁর জায়গায় এবার আকাশ দীপকে সুযোগ দেওয়া হতে পারে। আকাশ দীপ ইতিমধ্যে নিজের যোগ্যতার প্রতি সুবিচার করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচে তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন।
বেঙ্গালুরুতে আয়োজিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচে হাঁটুতে চোট পেয়েছিলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। সেকারণে দ্বিতীয় ইনিংসে তিনি উইকেটকিপিং করতে পারেননি। টিম ইন্ডিয়াকে আগামী নভেম্বর মাসে বর্ডার-গাভাসকার ট্রফি খেলতে হবে। এই পরিস্থিতিতে দ্বিতীয় টেস্ট ম্য়াচে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর জায়গায় ধ্রুব জুরেলকে সুযোগ দেওয়া হতে পারে।