শেষ আপডেট: 24th October 2024 16:27
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে কি কামব্যাক করতে পারবে ভারতীয় ক্রিকেট দল? আপাতত এই উত্তরের অপেক্ষায় রয়েছে টিম ইন্ডিয়ার সমর্থকরা। ম্যাচের প্রথম দিনই নিউজিল্যান্ড ক্রিকেট দল ২৫৯ রানে অলআউট হয়ে যায়। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল যে চালকের আসনে রয়েছে, তা নিঃসঙ্কোচে বলা যেতে পারে। দিনের শেষে ভারত এক উইকেট হারিয়ে ১৬ রান করেছে। উইকেটে রয়েছেন যশস্বী জয়সওয়াল (৬) এবং শুভমান গিল (১০)।
এই ম্যাচে টস জিতে নিউজিল্যান্ড ক্রিকেট দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। শুরুটা তারা বেশ ভালোই করেছিল। লাঞ্চ ব্রেক পর্যন্ত কিউয়িরা জোড়া উইকেট হারিয়ে ৯২ রান করেছিল। কিন্তু, তারপর স্পিন কী ভেলকি দেখাতে পারে সেটা বুঝিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দর। অশ্বিন নিলেন প্রথম তিনটে উইকেট। আর পরের সাতটা শিকার করলেন ওয়াশিংটন সুন্দর। এরপর গোটা দল ২৫৯ রানে নতিস্বীকার করল।
স্পিনের ভেলকিতেই যে প্রথম ইনিংসের রং একেবারে বদলে গিয়েছে, তা নিঃসংকোচে বলা যেতে পারে। কিন্তু, দিনের শেষে তো গতির লড়াইয়েও ধাক্কা দিলেন টিম সাউদি। বলটা মিডল স্টাম্পে পড়ে সামান্য বাইরের দিকে সুইং করে। আর তাতেই কেল্লাফতে। রোহিত শর্মাকে তিনি ক্লিন বোল্ড করে দেন। আরও একবার ব্যর্থ হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। রানের খাতা খুলতে পারলেন না।
দ্বিতীয় দিন হাতে ৮ উইকেট নিয়ে খেলতে নামবে। উইকেটে রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল। এই ম্যাচে কেএল রাহুলের জায়গায় এসেছেন শুভমান। বাংলাদেশের বিরুদ্ধে তিনি দুর্দান্ত একটি শতরান করেছিলেন। এই ম্য়াচেও তাঁর ব্যাট থেকে এমনই একটা ইনিংস প্রত্যাশা করা হচ্ছে।
এছাড়া তো বিরাট কোহলি রয়েইছেন। বেঙ্গালুরু টেস্টে তিনি ৭০ রান করেছিলেন। লাল বলের ক্রিকেটে বিরাটের ব্যাটিং ফর্ম নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠেছিল। তাঁর ৭০ রানের ইনিংসের পর নিন্দুকদের মুখ কিছুটা হলেও বন্ধ হয়েছে। এবার পুনে টেস্টে তিনি কতটা বিধ্বংসী হতে পারেন, সেটাই আপাতত দেখার।