শেষ আপডেট: 31st January 2025 19:18
দ্য ওয়াল ব্যুরো : ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে টস জিতে ইংল্য়ান্ড ক্রিকেট দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচে বাদ দেওয়া হল মহম্মদ সামিকে। তাঁর পরিবর্তে আর্শদীপ সিংকে দলে নেওয়া হয়েছে। অন্যদিকে বাদ পড়েছেন ধ্রুব জুরেল এবং ওয়াশিংটন সুন্দর। বদলে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে এসেছেন রিঙ্কু সিং এবং শিবম দুবে।
সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী।
টসের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, 'আমরা এখানে ভাল ক্রিকেট উপহার দেওয়ার চেষ্টা করব। উইকেট দেখে খানিকটা শুকনো বলেই মনে হচ্ছে। ভারতীয় ক্রিকেট দলে মোট তিনটে পরিবর্তন করা হয়েছে। সামির জায়গায় এসেছে আর্শদীপ। ফিরে এসেছে রিঙ্কু। সেকারণে জুরেলকে বাইরে যেতে হয়েছে। আমরা আরও খানিকটা ব্যাটিং গভীরতা চাইছি। সেকারণে ওয়াশিংটনের জায়গায় শিবম দুবেকে দলে আনা হয়েছে।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পাঁচ ম্যাচের এই টি-২০ সিরিজে ভারতীয় ক্রিকেট দল আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের প্রথম দুটো ম্যাচ টিম ইন্ডিয়া জিতলেও, রাজকোটে আয়োজিত তৃতীয় ম্যাচে সূর্যকুমার যাদবের দল ২৬ রানে হেরে যায়। এরপরই আশা করা হচ্ছিল যে চতুর্থ ম্যাচে ভারতীয় ক্রিকেট দলে বেশ কয়েকটি পরিবর্তন দেখতে পাওয়া যাবে। প্রত্যাশা অনুসারেই সেই পরিবর্তনগুলো হয়েছে। এবার টিম ইন্ডিয়া জয়ের সরণীতে ফিরতে পারে কি না, সেটাই আপাতত দেখার।