শেষ আপডেট: 23rd September 2024 11:49
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশ ক্রিকেট দলের যে আত্মবিশ্বাস সপ্তম স্বর্গে ছিল, ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্ট ম্যাচে পরাজয়ের পর সেটা অনেকটাই ম্রিয়মান হয়ে গিয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলার তাসকিন আহমেদের একটি মন্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। তাঁর কথায়, ভারতীয় ক্রিকেট দল এসজি বলের কারণে এই টেস্ট ম্যাচে অতিরিক্ত সুবিধা পেয়েছে।
চেন্নাই টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষেই তাসকিন বলেছিলেন, 'পাকিস্তানের বিরুদ্ধে আমরা মোটের উপর ভালোই খেলেছিলাম। সেকারণেই জিততে পেরেছি। তবে ভারতীয় উইকেটে পরিস্থিতি আরও বেশি চ্যালেঞ্জিং। এসজি বলের কারণে ভারতীয় ক্রিকেটাররা অনেক বেশি সুবিধা পাচ্ছে। ভারতীয় ক্রিকেটাররা ছোটবেলা থেকেই এই বলে খেলে থাকে। ফলে আমাদের থেকে ওরা বেশি ভাল জানে যে এই বল কীভাবে ব্যবহার করতে হয়।'
প্রসঙ্গত, ইতিমধ্যেই চেন্নাই টেস্ট টিম ইন্ডিয়া নিজেদের পকেটে পুরে ফেলেছে। রবিবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশকে রোহিত শর্মার দল ২৮০ রানে পরাস্ত করেছে। আর সেইসঙ্গে চলতি টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দল ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে।
প্রথম টেস্ট ম্যাচ হারার পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, 'দিনের প্রথম ২-৩ ঘণ্টা তাসকিন, হাসান যেভাবে বল করেছে, সেটাই আমাদের দলের কাছে সবথেকে বড় প্রাপ্তি। তবে ভারত যথেষ্ট ভাল ব্যাটিং করেছে। নতুন বলে আমরা সত্যিই দারুণ পারফরম্যান্স করেছি। এই পারফরম্যান্স আমাদের বজায় রাখতে হবে। আমি নিজের সাধ্যমতো দলের হয়ে রান করার চেষ্টা করেছি। কানপুর টেস্ট আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আশা করি বোলারদের পাশাপাশি ব্যাটাররাও ভাল পারফরম্যান্স করতে পারবে।'