শেষ আপডেট: 28th September 2024 12:38
দ্য ওয়াল ব্যুরো: কানপুর টেস্টে আদৌ কোনও রেজাল্ট বেরোবে? এই প্রশ্নই আপাতত ভারতীয় ক্রিকেট সমর্থকদের মুখে ঘুরপাক খাচ্ছে। বৃষ্টির কারণে কার্যত কাহিল হয়ে পড়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। দ্বিতীয় দিন এখনও পর্যন্ত একটাও বল গড়ায়নি। বাংলাদেশ আপাতত তিন উইকেট হারিয়ে ১০৭ রান করেছে।
প্রসঙ্গত, এই টেস্ট ম্যাচের প্রথমদিনও বৃষ্টির কারণে খুব একটা বেশি খেলা সম্ভব হয়নি। টস জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর মাত্র ৩৫ ওভারই খেলা সম্ভব হয়েছে। ভারতীয় বোলারদের মধ্যে আকাশদীপ জোড়া উইকেট শিকার করেছেন। আর রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন একটি উইকেট।
আপাতত কানপুর টেস্টে আর সাড়ে তিন দিনের খেলা বাকি রয়েছে। শেষ খবর, ভারতীয় সময় অনুসারে বেলা সাড়ে ১১টা নাগাদ আবারও বৃষ্টি এসেছিল। তবে মিনিট ১৫-২০ মধ্যেই তা থেমে যায়। সকালের দিকে মাত্র তিনটে সুপার সপার দিয়ে মাঠের জল বের করার চেষ্টা করা হচ্ছিল। বৃষ্টি আপাতত কিছুটা থামলেও আউটফিল্ডে যথেষ্ট কাদা রয়েছে। এই পরিস্থিতিতে কখন ম্যাচ শুরু হবে, তা নিয়ে অপেক্ষার প্রহর ক্রমশ বাড়তে শুরু করেছে। তার থেকেও বড় প্রশ্ন, দ্বিতীয় দিনও এই বৃষ্টির কারণে খেলা ভেস্তে যাবে না তো? আপাতত অপেক্ষা করা ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই।